এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রয়াত রাজ্যের প্রাক্তন হেভিওয়েট বিধায়ক! পুজোর আবহেই শোকের ছায়া নামল রাজনৈতিক মহলে

প্রয়াত রাজ্যের প্রাক্তন হেভিওয়েট বিধায়ক! পুজোর আবহেই শোকের ছায়া নামল রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –পুজোর আবহেই শোকের ছায়া নামল রাজনৈতিক মহলে, এদিন প্রাক্তন সিপিএম বিধায়ক আনিসুর রহমান বিশ্বাস প্রয়াত হন। তিনি স্বরূপনগরের বিধায়ক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর বলে পরিবার সূত্রে জানা গেছে।

জানা যাচ্ছে দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। রবিবার রাত্রে তাঁর সল্টলেকের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর এই খবর সামনে আসতেই শোকের ছায়া নেমেছে রাজনৈতিকমহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে সোমবার তাঁর মরদেহ বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের আরশিকারি গ্রামের পৈতৃক ভিটেয় নিয়ে আসা হয়। সেখানে বিভিন্ন দলের প্রতিনিধিরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, তিনি সিপিআইএম এর আমলে হেভিওয়েট দাপুটে নেতা ছিলেন। ১৯৭৭,১৯৮২ ও ১৯৮৭সালে পরপর তিন বার তিনি বিধায়ক নির্বাচিত হন। তিনি স্বরূপনগরের বিলবল্লির বিল সংস্কারের কাজে প্রথম উদ্যোগী হয়েছিলেন। মানুষজন তাঁকে শ্রদ্ধা করতেন। তাঁকে হারিয়ে শোকের ছায়া নেমেছে তাঁর এলাকাতেও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!