এখন পড়ছেন
হোম > রাজ্য > খুন তৃণমূল কর্মী,অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বের

খুন তৃণমূল কর্মী,অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বের

গঙ্গারামপুরের বিকর এলাকায় যদি রাতে পিকনিক চলছিল। আর সেখানেই যোগ দিয়েছিলেন তৃণমূল কর্মী দিলীপ সরকার।অভিযোগ পিকনিক চলাকালীন তাঁকে লক্ষ্য করে গুলি চালান হয়। গুলি লাগে বুকের বাঁ দিকে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এদিকে মৃতের স্ত্রী রানি সরকার প্রতিবেশী অসিত সরকারের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অসিতবাবুও তৃণমূল কর্মী বলেই পরিচিত। তাই বিরোধীদের দাবি এটা গোষ্ঠীদ্বন্দ্বের কারণে হয়েছে।
মৃতের ভাই জানান ”আমিও গিয়েছিলাম পিকনিকে। হঠাৎ ঝামেলা শুরু হয়। ভাইকে বলেছিলাম চলে আসতে। ও এল না। আমরা দোষীদের শাস্তি চাই।” অভিযুক্ত অসিতবাবুর সাথে মৃত দিলীপবাবুর যে কি নিয়ে দ্বন্দ্ব তা কিন্তু পরিষ্কার করেন নি কেউ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়েছে তৃণমূল এদিন এই নিয়ে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, “চিকিৎসাজনিত কারণে কলকাতায় এসেছি। খোঁজ নেওয়ার পর গোটা বিষয়টি জানতে পারব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!