এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার মোদী সরকারের স্বীকৃতি, সেরার শিরোপা ছিনিয়ে নিয়ে নতুন পালক মমতার মুকুটে

আবার মোদী সরকারের স্বীকৃতি, সেরার শিরোপা ছিনিয়ে নিয়ে নতুন পালক মমতার মুকুটে

পর পর তিন বছর বাংলা স্বল্প সঞ্চয়ে রাজ্যগুলির মধ্যে সবার আগে। আর রাজ্যের মধ্যে গ্রাম বাংলা এগিয়ে রয়েছে এই স্বল্প সঞ্চয়ে। জানিয়েছে অরুণ জেটলির অর্থমন্ত্রক।কিন্তু বাংলার স্থান স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে একসময়ে ছিল সবার আগে। ২০১০-২০১১ সালে রাজ্যে বাম শাসনের শেষ পর্যায়ে রোজভ্যালি, সারদা ও অন্যান্য চিটফান্ডের সৌজন্যে উল্লেখযোগ্য ভাবে কমেছিল স্বল্প সঞ্চয়ে সংগ্রহের পরিমাণ। এই স্বল্প সঞ্চয়ের পরিমান ২০১৪-১৫ সালে ছিল ৩২.২১৩ কোটি টাকা , ২০১৫-১৬ সালে যা ছিল ৫১,৬৭৯ কোটি টাকা এবং বিগত বছর গুলির ধারাবাহিক উন্নতির ফলে ২০১৬-১৭ সালে এই পরিমান পৌঁছেছে ৬৩,৩৯২ কোটি টাকায়। বাংলার পরে স্বল্প সঞ্চয়ের তালিকায় পরবর্তী রাজ্য গুলি হলো যথাক্রমে উত্তর প্রদেশ, গুজরাট, ও মহারাষ্ট্র ।
ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে, যেখানে টার্গেট ছিল ৬ হাজার কোটি টাকা, সেখানে বাংলার সংগ্রহের পরিমাণ ৬৩,৩৯২ কোটি টাকা। অর্থনীতিবিদ অভিরূপ সরকার এর মতে চিটফান্ডের বিরুদ্ধে পথ-নাটিকা, কবিগান, পোস্টার ইত্যাদের মতো সচেতনতামূলক প্রচারের জন্যই এসব সম্ভব হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য বাংলায় প্রায় দুকোটি স্বল্প সঞ্চয়কারী রয়েছেন। যার মধ্যে প্রায় ১৫ শতাংশ গ্রামে বসবাসকারী সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!