এখন পড়ছেন
হোম > রাজ্য > পরিকাঠামো ঠিক না থাকায় বন্ধ হলো বর্ধমানের এই নামি নার্সিংহোম

পরিকাঠামো ঠিক না থাকায় বন্ধ হলো বর্ধমানের এই নামি নার্সিংহোম


এদিন পূর্ব বর্ধমানের জেলাশাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, অতিরিক্ত জেলাশাসক বর্ধমানের অন্নপূর্ণা নার্সিংহোমের পরিকাঠামো খতিয়ে দেখতে যান।এবং তা সন্তোষজনক না হওয়ায় জেলা স্বাস্থ্য দপ্তর তা বন্ধের সিদ্ধান্ত নেয়। এদিন ওই নার্সিংহোমে তালা ঝুলিয়ে বন্ধের নোটিস দেয় জেলা স্বাস্থ্য দপ্তর। এই নিয়ে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানান জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি টিম অন্নপূর্ণা নার্সিংহোমে যান। কিন্তু নার্সিংহোমে দেখা পাওয়া যায়নি কোনও ডাক্তার, নার্সের। কয়েকজন কর্মী শুধু উপস্থিত ছিলেন। নার্সিংহোমের যেটা ন্যূনতম শর্ত যে সব সময় ডাক্তার, নার্সের ব্যাবস্থা থাকে যে তাই নেই ওখানে। তাই সমস্ত রোগী ভর্তি বন্ধ সহ নার্সিংহোমকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কদিন আগেই ভুল চিকিৎসায় মারা গিয়েছে রোগী বলেও অভিযোগ উঠেসেধ। জানা গেছে জেক চিকিৎসক বলে পরিচয় দেওয়া হয়েছিল তিনি আসলে চিকিৎসাক নন। পরে ওই ব্যাক্তি স্বীকার করেন যে তিনি একজন AC মেকানিক।এর আগেও এই নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল সেই মতো অভিযোগ খাটিয়ে দেখে ও অভিযোগের প্রমান পেয়ে ২০১৬ সালে নার্সিংহোম পরিদর্শনে এসে নিয়ম না মানার জন্য জেলা স্বাস্থ্য দপ্তর নার্সিংহোমটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু আবার কি করে এটা চালু হলো পাশাপাশি জেলাশাসক কেন কিছু জানলেন না বা ব্যাবস্থা নিলেন না। তা নিয়ে উঠেছে প্রশ্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!