এখন পড়ছেন
হোম > জাতীয় > হাথরাস কাণ্ডে এবার সিবিআই এর হাতে তুলে দিল যোগী সরকার, জেনে নিন

হাথরাস কাণ্ডে এবার সিবিআই এর হাতে তুলে দিল যোগী সরকার, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত মঙ্গলবার দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয় উত্তরপ্রদেশের হাথরাসের গণধর্ষিতা নির্যাতিতার। অভিযোগ উঠেছে গত ১৪ ই সেপ্টেম্বর উচ্চবর্ণের ৪ জন অভিযুক্ত দলিত এই তরুণীকে গণধর্ষণ করে। দিল্লির নির্ভয়া কাণ্ডের মতো এই কান্ডেও গণধর্ষণের পর এই তরুনীর উপর নির্মম ভাবে অত্যাচার চালানো হলো। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে আলিগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকলে তাকে স্থানান্তর করা হয় দিল্লির সফদরজং হাসপাতালে।

হাথরাসের এই নৃশংস গণধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে সমগ্র দেশ। দেশজুড়ে একাধিক বিরোধীদল উত্তরপ্রদেশের যোগী সরকারকে অভিযোগে কাঠগড়ায় দাঁড় করিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছে। উত্তর প্রদেশে পুলিশের বিরুদ্ধেও উঠেছে একাধিক অভিযোগ। অভিযোগ উঠেছে, গণধর্ষিতার পরিবারকে জোর করে ঘরে আটকে রেখে মঙ্গলবার রাতেই তার শেষকৃত্য সম্পন্ন করেছে পুলিশ। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও উঠেছে। পুলিশের সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ প্রশাসনের অকর্মণ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল।

হাথরাসের এই গণধর্ষণের ঘটনার ঠিক পরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সরাসরি ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। এই ঘটনার জন্য তিনি দ্রুত কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। এরপর মূলত চাপে পরেই হাথরাস গণধর্ষণকাণ্ডে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু এর পরও চলতে থাকে নানা প্রতিবাদ ও বিতর্ক। হাথরাসের গণধর্ষণের ঘটনায় পুলিসের অকর্মণ্যতা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। বিভিন্ন মহল থেকে একাধিক অভিযোগের কারণে, বিভিন্ন দিক থেকে চাপে পড়ে গত শুক্রবার হাথরাসের এসপি এবং ডিএসপিকে অপসারণের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত তৃণমূলের একটি প্রতিনিধি হাথরাসের নির্যাতিতার পরিবারের কাছে যেতে চাইলে তাদের আটকে দেন উত্তরপ্রদেশ পুলিশ। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও হাথরাসে যেতে চাইলে তাদের আটকে দেয়া হয়েছিল। তবে শেষপর্যন্ত চাপের মুখে পড়ে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী ও কিছু প্রতিনিধিকে নির্যাতিতার বাড়িতে যেতে দিতে বাধ্য হয় পুলিশ।

শেষ পর্যন্ত হাথরাস কাণ্ডে দেখা দিল নয়া মোড়। এই গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায়। অবশ্য তাদের এই দাবি উত্তরপ্রদেশ সরকার মানবে কিনা, তা এখনো পরিষ্কার হয়নি। তবে ধর্ষণের এই ঘটনার তদন্তের দায়িত্বভার সিবিআইয়ের হাতে অর্পণ করল যোগী সরকার। বিভিন্ন দিক থেকে উঠে আসা একাধিক দাবি ও ক্রমাগত চাপের ফলে উত্তরপ্রদেশ সরকারের এমন সিদ্ধান্ত বলে বিভিন্ন মহলের অনুমান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!