এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজীবকে কালো পতাকা, তৃণমূল-বিজেপি সংঘর্ষ! রণক্ষেত্র এলাকা!

রাজীবকে কালো পতাকা, তৃণমূল-বিজেপি সংঘর্ষ! রণক্ষেত্র এলাকা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃনমূল থেকে বিজেপিতে যোগদান করার পরেই নানা সময়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। সম্প্রতি বিজেপির প্রার্থী তালিকা প্রকাশে ডোমজুড়ের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে। আর গেরুয়া শিবিরের পক্ষ থেকে প্রার্থী হওয়ার সাথে সাথেই প্রচারে নেমে পড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু রবিবার সকালে প্রচারে নেমে বিক্ষোভের মুখে পড়তে দেখা গেল তাকে।

জানা যায়, এদিন তৃণমূলের পক্ষ থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানো হয়। আর তারপরেই পরিস্থিতি কার্যত উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে।অভিযোগ, এদিন যখন রাজীব বন্দ্যোপাধ্যায় প্রচার করেছিলেন, তখন তৃনমূলের কর্মী-সমর্থকরা তাকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখান। আর এরপরই তৃণমূল- বিজেপির সংঘর্ষ তৈরি হয়। হাতাহাতিতে জড়িয়ে যায় দু’পক্ষ। পরবর্তীতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। যার ফলে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির দাবি, এভাবেই নির্বাচনের আগে অশান্তি তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটা স্বতঃস্ফূর্ত মানুষের প্রতিবাদ। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। তবে বিজেপিতে যোগদান করার সাথে সাথেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে বারবার তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে।

আর এবার প্রার্থী হিসেবে তিনি প্রচার করতে গিয়ে যেভাবে ঘাসফুল শিবিরের বিক্ষোভের মুখে পড়লেন এবং কালোপতাকা দেখানো হল, তাতে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠল এই এলাকায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!