এখন পড়ছেন
হোম > জাতীয় > রিক্সা চালক থেকে আইএএস, আসন্ন নির্বাচনে প্রার্থী তালিকায় থাকতে চলেছে চূড়ান্ত চমক

রিক্সা চালক থেকে আইএএস, আসন্ন নির্বাচনে প্রার্থী তালিকায় থাকতে চলেছে চূড়ান্ত চমক

কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বিভিন্ন পেশার মানুষকেই সমান গুরুত্ব দিয়ে নির্মিত হয়েছে এই তালিকা। প্রথম দফায় মোট ১৮ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য কর্ণাটকের শাসক হিসেবে এই মূহুর্তে আসনে রয়েছে কংগ্রেস সরকার। এদিকে কেন্দ্রের গেরুরা শক্তি ও চায় কর্ণাটকে নিজেদের দূর্গ স্থাপন করতে। এরইমধ্যে রাজ্যবাসীকে স্বভাবতই অবাক করে প্রার্থী তালিকা প্রকাশ দিল্লীর ক্ষমতাসীন আম আদমী পার্টির।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন bengali.priyobandhu.com – তে

পিটিআই সূত্রের খবর অনুসারে শীঘ্রই দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে আম আদমী পার্টি। এই বিষয়ে দলের জাতীয় কর্মসমিতির সদস্য পৃথ্বী রেড্ডি বললেন, “রাজ্যের ২২৪টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে তৈরি হচ্ছে দল। কত সংখ্যক ভালো মুখ মিলবে তার উপরেই নির্ভর করবে প্রার্থী সংখ্যা। তবে মোট আসনের ৫০ শতাংশ অর্থাত্‍ ১১২টি কেন্দ্রেই লড়বে আম আদমি পার্টি। রিক্সা চালক, অটো চালক, সহ বিভিন্ন পেশায় জড়িতদের প্রার্থী করা হচ্ছে।” প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা নির্বাচনে আম আদমী পার্টি ভালো ফলাফল পেলেও পাঞ্জাব নির্বাচনে তারা পরাজিত হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কর্ণাটকের মতো রাজ্যে যেখানে আম আদমী পার্টির কোনো সংগঠনই নেই সেখানে শতাধিক আসনে প্রার্থী দেওয়ার অর্থ হল প্রধান বিরোধী দলগুলির ভোট কাটাকাটি করে দেওয়া।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!