এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অতীত কি বারবার অস্বস্তিতে ফেলে দিচ্ছে দলবদলু বাবুলকে? জল্পনা বাড়ছে নিজের স্বীকারোক্তিতেই

অতীত কি বারবার অস্বস্তিতে ফেলে দিচ্ছে দলবদলু বাবুলকে? জল্পনা বাড়ছে নিজের স্বীকারোক্তিতেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত মাসেই রাজনীতি থেকে হঠাৎ সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন দুবারের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এরপর দলের শীর্ষ নেতৃত্বের অনুরোধে রাজনীতি থেকে দূরে সরে গিয়েও সাংসদ পদ ধরে রাখেন বাবুল সুপ্রিয়। কিন্তু সম্প্রতি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার পরিবর্তে শিবির বদল করেছেন বাবুল সুপ্রিয়। ফিরে এসেছেন তৃণমূলে। যে বাবুল সুপ্রিয় বিজেপিতে থাকাকালীন একের পর এক কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন তৃণমূলের দিকে, তাঁর তৃণমূলে যোগদানে তাঁর ওপর কটাক্ষ কম হয়নি। কিন্তু নিজের অতীত আর মনে করতে চাননা বাবুল সুপ্রিয়।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বাবুল সুপ্রিয়র মধুর সম্পর্ক কোনদিনই ছিল না। এ প্রসঙ্গে সম্প্রতি তিনি জানালেন যে, দিলীপ ঘোষের বেশ কিছু পদক্ষেপ নিয়ে আপত্তি করেছিলেন তিনি। যদিও দেখা হলে দিলীপ ঘোষের সঙ্গে হেসে কথা বলতেন, কিন্তু নানা রকম ব্যঙ্গও হতো। বিজেপির খারাপ ফলের জন্য বাবুল সুপ্রিয় দায়ী করেছেন দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষের নানা বক্তব্য নিয়েও অভিযোগ করেছেন তিনি। তবে, এর সঙ্গে সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন যে, অতীতের দিকে ফিরে যেতে ইচ্ছুক নন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দিলীপ ঘোষ সম্পর্কে একের পর এক অভিযোগ করেছেন, কিন্তু এরপরও দিলীপ ঘোষকে নিয়ে বলতে গিয়ে বারবার থেমে যেতে দেখা গেছে বাবুল সুপ্রিয়কে। একাধিকবার তিনি বলেছেন যে, পেছনে আর তিনি ফিরে যেতে চান না। যাদবপুরের ঘটনার কথা বলতে গিয়েও বারবার থেমে যান বাবুল সুপ্রিয়। তিনি আবারও জানান যে, অতীতের ঘটনার দিকে ফিরে যেতে আর চান না তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন করে কাজ করার সুযোগ করে দিয়েছেন তাঁকে। তাই আর তিনি পেছনে ফিরে তাকাতে চান না।

তাঁর এই বক্তব্য শুনে রাজনৈতিক বিশ্লেষকেরা জানাচ্ছেন যে, যে বাবুল সুপ্রিয় এতদিন ধরে বিষেদাগার করেছেন তৃণমূলকে, হঠাৎ করে তাঁর এমন শিবির বদল, নানা কটাক্ষের মুখে ঠেলে দিয়েছে তাঁকে। এরপর পুরনো স্মৃতি রোমন্থন করে আর নিজের অস্বস্তি বাড়াতে চান না বাবুল সুপ্রিয়, এই কারণেই পুরনো প্রসঙ্গ ভুলে থাকার চেষ্টা করছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!