এখন পড়ছেন
হোম > রাজ্য > মমতার ‘বিশ্বাসঘাতকের’ উত্তর দিয়ে মুকুলের দাবি – চোর তাড়াতে গিয়ে ডাকাত এনেছি

মমতার ‘বিশ্বাসঘাতকের’ উত্তর দিয়ে মুকুলের দাবি – চোর তাড়াতে গিয়ে ডাকাত এনেছি


দলত্যাগের পরে রাজ্যের শাসক দল তথা প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ  নেতারা একাধিক বার নাম না করেই ‘বিশ্বাসঘাতক’ তকমা দিয়েছেন বর্ষীয়ান নেতা মুকুল রায়কে। এতদিনের বদনামের জবাব দেওয়ার সুযোগ পেয়ে এদিন উত্তর ২৪ পরগণার হাবড়ায় দলীয় এক জনসভা থেকে মুকুল রায় বললেন, ”মমতার উত্থান কিন্তু কংগ্রেস থেকেই। কংগ্রেসের দৌলতে উনি সাংসদ, এমনকি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। অথচ ১৯৯৮ সালে কংগ্রেসের দুঃসময়ে তিনি দল ছাড়েন।” একইসাথে তিনি বললেন ,  ”তাই যাঁরা আমাকে বিশ্বাসঘাতক বলছেন, তাঁদের বলছি- মমতা যদি বিশ্বাসঘাতক না হন, তবে আমিও বিশ্বাসঘাতক নয়।” শাসক দলের বিরোধীতা করে এদিন মুকুল বাবু তাঁর রাজনৈতিক জীবনের অনেক অভিজ্ঞতা প্রকাশ্যে এনে বললেন, ”সিপিএম নামক ৩৪ বছরের জগদ্দল পাথরটাকে সরিয়ে রাজ্যের প্রকৃত পরিবর্তনের লক্ষ্যেই তখন মমতার সঙ্গে ছিলাম। কিন্তু এই সাত বছরে সাধারণ মানুষের কোনও উন্নতি হয়নি। দুর্নীতি করে ফুলে ফেঁপে উঠেছেন তৃণমূলের নেতারা। চোর তাড়াতে গিয়ে আমরা ডাকাত ডেকে আনলাম। এবারের ভোটে যেভাবে বহু জায়গায় আমাদের প্রার্থীই দিতে দেওয়া হল না, তাতে স্পষ্ট মমতা গণতন্ত্রে বিশ্বাসী নয়। তাই ক্ষমতা ধরে রাখতে মমতা বাংলায় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছেন।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য ২০০৯ সালের ২১ শে ডিসেম্বর হাবড়ায় খুন কংগ্রেস নেতা বাপি চৌধুরী। অভিযোগ ওঠে ওই ঘটনায় প্রধান অভিযুক্ত রাজু দাম মুকুল রায়ের ঘনিষ্ঠ মানুষ। রাজু দাম গ্রেফতার হওয়ার পর নিহত বাপি চৌধুরীর স্ত্রী অভিযোগ করেন, রাজু মুকুল রায়ের আশ্রয়ে ছিলেন।ঈএদিন সেই ঘটনার প্রসঙ্গ উত্থাপন করে মুকুল বাবু এলাকাবাসীকে বললেন, ”রাজু দাম যদি আমার আশ্রয়ে থাকত, তাহলে তাকে গ্রেফতার করতে না পারার ব্যর্থতা মমতার।” লালগড় গণ আন্দোলনের নেতা ছত্রধর মাহাতকে  জেল থেকে মুক্তি দেওয়ার বিষয়ে যে কানাঘুষো শোনা যাচ্ছে সে প্রসঙ্গে বিদ্রুপ করে বললেন,”আমি সম্প্রতি জঙ্গলমহলে গিয়েছিলাম। ছত্রধরের লালগড়ের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করে আসি। তারপরই মমতা আশঙ্কা করছেন, ছত্রধর যদি বিজেপিতে চলে আসে। তাই তাঁকে ছাড়ার উদ্যোগ শুরু হয়েছে।” তবে তবে এদিন ভরসা জুগিয়ে বললেন, এই বিষয়ে কোনও আইনি জটিলতা তৈরি হলে কেন্দ্র রাজ্যকে সাহায্য করবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!