এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপিতে যাচ্ছেন অধীর? জল্পনা বাড়ালেন তৃণমূলের হেভিওয়েট নেতা

বিজেপিতে যাচ্ছেন অধীর? জল্পনা বাড়ালেন তৃণমূলের হেভিওয়েট নেতা


“মুর্শিদাবাদে অধীরের গড়ে এবার একশো শতাংশ আসনই পাবে তাঁর দল,তৃণমূল। নকশাল,মার্কসবাদী, ফরওয়ার্ড ব্লক,আরএসপি এবং অবশেষে কংগ্রেস করার পর অধীরের শেষ আশ্রয় বিজেপি!” এরকমভাবেই কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে এদিন বেলডাঙার ভাবতার এক জনসভায় গিয়ে তৃণমূল জেলা পর্যবেক্ষক তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরসঙ্গে শুভেন্দুবাবু দাবীতে আরো জানান যে মুর্শিদাবাদের ৮ জন কংগ্রেস বিধায়ক নাকি তাঁর সঙ্গে গোপনে যোগাযোগ রেখেছেন। ভোট শেষ হয়ে গেলে এঁরাই ঘাসফুলশিবিরে গিয়ে ভীড়বেন। সাথে তিনি জানালেন ”নকশাল, মার্কসবাদী ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং অবশেষে কংগ্রেস করার পর অধীরের শেষ আশ্রয় বিজেপি!” এর উওরে আবার পাল্টা তোপে দেগে অধীরবাবু বললেন যে শুভেন্দুবাবুর মুখে একথা মানায় না কারণ তিনি বিজেই সবসময় বিজেপি সভাপতি অমিত সাহের সঙ্গে তলায় তলায় যোগাযোগ রেখে চলেছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দুপক্ষের কটাক্ষ এবং পাল্টা ব্যঙ্গোক্তি শুনে মন্তব্যে সরব হলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহও। তাঁর বক্তব্য,”কংগ্রেস মুছে গিয়েছে,অধীরকে শেষ পর্যন্ত হয়তো বিজেপি’র কাছেই আশ্রয় চাইতে হবে, তবে শুভেন্দুই বা কম কি? ওঁর গোটা পরিবারকেই তৃণমূল যোগ্য সম্মান না দেওয়ায় শুভেন্দুদের শেষতক ফিরতে হবে সেই বিজেপির কাছেই!”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!