এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > হুগলিতে সিপিএম ও কংগ্রেস থেকে গেরুয়া শিবিরে যোগ শতাধিকের

হুগলিতে সিপিএম ও কংগ্রেস থেকে গেরুয়া শিবিরে যোগ শতাধিকের


রাজ্যে রাজনৈতিক দলবদল অব্যাহত। পঞ্চায়েত নির্বাচনের পর এই প্রবণতা আরো যেন বৃদ্ধি পেয়েছে। পঞ্চায়েতের ফলাফলে দেখা যাচ্ছে রাজ্যে ঘাসফুল শিবিরেরই জয়জয়কার, কিন্তু বহু পিছনে থাকলেও প্রধান বিরোধী হিসাবে রাজ্যে উঠে এসেছে বিজেপি। অন্যদিকে বামফ্রন্ট বা কংগ্রেস আরো ক্ষয়িষ্ণু, তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যতদিন যাবে এই দুই দল থেকে শাসকদল বা প্রধান বিরোধী দলে যাওয়ার প্রবণতা তত বারবে।

আর রাজনৈতিক বিশেষজ্ঞদের সেই আশঙ্কা সত্যি করে হয়ে চলেছে একের পর এক দলবদল। গতকাল হুগলি জেলার চুঁচুড়া সাব-ডিভিশনের পোলবা-দাদপুর ব্লকের সুগন্ধা গ্র্রামে প্রায় শতাধিক কর্মী সিপিএম ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন স্থানীয় নেতৃত্ত্ব। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনেই দেখা গেছে হুগলির এই অঞ্চলে গেরুয়া শিবিরের দাপট বাড়ছে, এই দলবদলে গেরুয়া শিবির আরো বেশি শক্তিশালী হল বলেই দাবি স্থানীয় নেতৃত্ত্বের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!