এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সামনে এল বিস্ফোরক অভিযোগ – পঞ্চায়েতে বিজেপির আসল ভোটের হিসেবে সামনেই আসেনি

সামনে এল বিস্ফোরক অভিযোগ – পঞ্চায়েতে বিজেপির আসল ভোটের হিসেবে সামনেই আসেনি


বাংলায় সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের ফলে খুশির অন্ত রাজ্য বিজেপির, কেননা এই প্রথম বামফ্রন্ট ও কংগ্রেসকে পিছনে ফেলে সরকারিভাবে রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা জুটেছে গেরুয়া শিবিরের। কিন্তু বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক রাম লালের সঙ্গে বৈঠকে রাজ্য বিজেপির এক নেতা সামনে নিয়ে এলেন এক বিস্ময়কর তথ্য। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ভোট ধরাছোঁয়ার বাইরে, তাদের বহু পিছনে থেকে ২৯% ভোট পেয়ে আসলে দ্বিতীয় হয়েছে নির্দলরা, বেশিরভাগ ক্ষেত্রেই যাঁরা আদতে বিক্ষুব্ধ তৃণমূলী। আর এই বিক্ষুব্ধ তৃণমূলীদেরও বহু পিছনে থেকে ১৮% ভোট পেয়ে আসলে রাজ্যে তৃতীয় হয়েছে বিজেপি।

রাজ্যে তৃণমূল কংগ্রেসের মধ্যে থাকা বিক্ষুব্ধদের অবস্থান বোঝাতেই এই তথ্য সামনে আনা হয়, কিন্তু তারফলে গেরুয়া শিবিরের তথাকথিত সংগঠনের ‘হাঁড়ির হাল’ একেবারে প্রকাশ্যে চলে এসেছে কেন্দ্রীয় নেতার সামনে। এতদিন বিজেপি রাজ্য নেতারা যে দাবি জানিয়ে এসেছেন, বাংলায় সংগঠন ক্রমশ বাড়ছে – এই এক তথ্যেই নাকি তা নস্যাৎ হয়ে গেছে। অন্যদিকে, বিজেপির সংগঠনের হাল জানাতে – আরেক রাজ্য নেতা গোপনে কেন্দ্রীয় নেতৃত্ত্বকে জানিয়েছেন, মহেশতলা উপনির্বাচনের প্রচারে ‘বাইরে থেকে’ নেতা এনে প্রচার সাড়তে হয়েছে। যদিও, এই তৃতীয় হওয়ার কথা উড়িয়ে দিয়ে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা জানিয়েছেন, পঞ্চায়েতের তিন স্তরেই তৃণমূলের পরে যে রাজনৈতিক দল রয়েছে, সেটা বিজেপিই – সুতরাং, ওই ব্যাখ্যা অবান্তর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!