এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুকুল রায়কে নিয়ে বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে

মুকুল রায়কে নিয়ে বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে


তৃণমূল কংগ্রেস ত্যাগ করার পর পরবর্তী পদক্ষেপ কি নিতে যাচ্ছেন মুকুল রায় তা নিয়ে রাজনৈতিক গুঞ্জন চরমে।এরমধ্যেই গতকাল বিভিন্ন সর্বভারতীয় বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয় যে তিনি গতকালই দিল্লিতে অমিত শাহের হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন।কিন্তু শেষপর্যন্ত তা হয়ে ওঠে না। এখনো পর্যন্ত অনিশ্চিতই তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ।
কিন্তু এক বাংলা ওয়েব পোর্টালের খবর অনুযায়ী, মুকুল রায়ের বিজেপিতে যোগ দেওয়া, না দেওয়া নিয়ে কার্যত দুভাগ বঙ্গ বিজেপি ব্রিগেড।বর্তমান রাজ্যসভাপতি দিলীপ ঘোষ ও তাঁর অনুগামীরা আন্তরিক ভাবে চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব মুকুলবাবু বিজেপিতে যোগ দিয়ে দলের হাল ধরুন। অন্যদিকে বিজেপির প্রাক্তন বঙ্গ রাজ্যসভাপতি রাহুল সিনহা ও তাঁর অনুগামীরা নাকি এর বিপরীত মেরুতে। তাঁরা নাকি কিছুতেই চান না মুকুলবাবু বিজেপিতে যোগদান করুন।আর এই দোটানায় কার্যতই হতাশ মুকুলবাবু ও তাঁর অনুগামীরা।যদিও ওই সংবাদমাধ্যম এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে বিশদে কিছু জানাননি।প্রিয়বন্ধু বাংলার পক্ষ থেকেও এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়ে ওঠে নি। এই প্রবন্ধ কোনোমতেই রাজনৈতিক উদ্দ্যেশ্য প্রনোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দ্যশ্যে রচিত নয়, সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে লেখা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!