এখন পড়ছেন
হোম > জাতীয় > নোটবন্দীর থেকেও বড় চমক দিতে চলেছেন মোদী, দেশ তৈরি তো?

নোটবন্দীর থেকেও বড় চমক দিতে চলেছেন মোদী, দেশ তৈরি তো?

হঠাৎ করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবন্দীর বড় সিদ্ধান্ত জানিয়ে দেন। যা নিয়ে পরবর্তীকালে তীব্র হয় রাজনীতিক তরজা, কিন্তু কেন্দ্রীয় সরকারের সমীক্ষা অনুযায়ী, নোট বাতিলের পর থেকে মিশ্র ট্রেন্ড থাকলেও এক বছরের হিসাব দেখা গেলে আগের বছরের তুলনায় বহুগুণ বেড়েছে ডিজিটাল লেনদেন। আর তাই সেই লেনদেনে গতি আনতে কেন্দ্র আরও অগ্রসর হতে চাইছে।
সূত্রের খবর অনুযায়ী এবার নোটবন্দীর থেকে বড়সড় চমক দিতে চলেছেন প্রধানমন্ত্রী। নগদহীন অর্থনীতির পথ প্রশস্ত করতে এবার ব্যাংকিংয়ের ক্ষেত্রে চেক বই তুলে দেওয়ার কথা ভাবনাচিন্তা করছে কেন্দ্র। বিশেষজ্ঞদের ধারণা, এই পদক্ষেপ নোট বাতিলের থেকেও বড় ঢেউ তুলবে ভারতীয় অর্থনীতিতে, কেননা সারা দেশে যত ব্যবসায়িক লেনদেন হয়, তার ৯৫ শতাংশই হয় নগদ অথবা চেক বইয়ের মাধ্যমে। ফলে এই সিদ্ধান্ত কার্যকর হলে ঝড় উঠতে পারে ব্যবসায়িক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!