এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > কর্মী সভায় মেজাজ হারিয়ে অনুব্রত মন্ডলের হুমকি – জোর গলায় কথা বলবে না, তোমার থেকে আমার গলার জোর বেশি

কর্মী সভায় মেজাজ হারিয়ে অনুব্রত মন্ডলের হুমকি – জোর গলায় কথা বলবে না, তোমার থেকে আমার গলার জোর বেশি

ফের লোকসভা ভোটের মুখে অনুব্রত মণ্ডলের কোপের শিকার হলেন বুথকর্মীরা। লোকসভা নির্বাচন পরিচালনার স্বার্থেই বীরভূমের প্রতিটি বুথ কর্মী সম্মেলন করছেন জেলা তৃণমূল সভাপতি। এদিন নলহাটিতে বাইপাস রাস্তার ধারে একটি রাইস মিলে অনুষ্ঠিত সম্মেলনে হাজির ছিলেন তিনি। সেখানেই কয়থা-১ অঞ্চলের এক বুথের সভাপতি নজরুল ইসলাম গত নির্বাচনে দলের খারাপ ফলের জন্যে গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করায় মেজাজ ঠিক রাখতে পারলেন না অনুব্রত বাবু।

নজরুল ইসলাম মেম্বার এবং অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগের সুর চড়া করে জানালেন,দলের কর্মীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই সব কাজ করেন অঞ্চল সভাপতি। এরকম চলতে থাকলে আবারও দল হারবে। শুধু এটা বলেই ক্ষান্ত হননি তিনি। জোর গলায় বলেন,”আপনি কী প্রমাণ চান,আমি দিতে রাজি।”এটা শুনেই মেজাজ বিগড়ে যায় অনুব্রত বাবুর।

বলেন,”জোর গলায় কথা বলবে না। তোমার থেকে আমার গলার জোর বেশি।” যদিও এই অঞ্চল সভােপতি সাইদুল শেখের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন আরো অনেকেই। এই প্রেক্ষিতেই অনুব্রত বাবু অঞ্চল সভাপতিকে কড়াভাষায় সকলকে নিয়ে কাজ করার বার্তা দেন।

প্রসঙ্গত,এদিনের সম্মেলনে প্রথমেই পাইকপাড়া অঞ্চল সভাপতি আশাধন মালকে ডেকে নেন অনুব্রতবাবু। ওই অঞ্চল থেকে ৩০৪ ভোটে লিড থাকলেও ১৯টি বুথের মধ্যে সাত জায়গায় হেরে দল কেন হেরেছে তা বিস্তারে বোঝাতে বলেন অঞ্চল সভাপতিকে। আর সেই পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়েই একাধিকবার হোচট খান অঞ্চল সভাপতি। এতেও ক্ষুব্ধ হয়ে যান অনুব্রত বাবু। তারপর দলের পর্যবেক্ষক পিন্টু সিংকে এ ব্যাপারে জিজ্ঞাসা করায় তিনি লোকসভা ভোটে প্রায় তিন হাজার ভোটে লিড দেওয়ার প্রতিশ্রুতি দেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর হরিদাসপুর অঞ্চলে দল কত ভোটে লিড দিতে পারবে তিনি জানতে চান। উল্লেখ্য,গত ভোটে ১২৪ টি ভোটে হেরেছিল দল। জবাবে তিন হাজার ভোটে লিড দেওয়ার কথা জানান ওই অঞ্চলের অবজার্ভার তথা বিধায়ক মইনুদ্দিন শামস। এসব শুনেই চিরাচরিত হুঁসিয়ারী দেওয়ার ভঙ্গিতে অনুব্রত বাবু বলেন,’মনে থাকে যেন। তা না হলে ২০২১ সালে তোমাকে টিকিট দেব না।’

নলহাটি পুরসভা ভোটে ১২ হাজার ও বিধানসভা নির্বাচনে ৭৪৭০ ভোটে বিরোধীদের থেকে এগিয়ে ছিল দল। এই অবস্থায় এবারের লোকসভা ভোটে লিড আরো বাড়বে কিনা সেটাই তিনি পুরসভার চেয়ারম্যানের কাছে জানতে চান। কিন্তু এ ব্যাপারে বুথ কর্মীদের থেকে নেতিবাচক জবাব পেয়ে মেজাজ বিগড়ে যায় অনুব্রত বাবুর। নিজস্ব স্টাইলে অনুব্রত বাবু তাকে জিজ্ঞাসা করেন,’আপনি কি এলাকায় ঘুরছেন? না, কলকাতা নলহাটি করেই কাটিয়ে দিচ্ছেন?’ এরপর বুথ কর্মীর সঙ্গে আলোচনা শেষ হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভূয়সী প্রশংসা করতে শুরু করেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। নলহাটি বিধানসভা থেকে ১৫-৩০ হাজার ভোটে লিড পাওয়ার দাবী করে কর্মীদের উদ্দেশ্যে করজোড়ে তিনি বলেন,’ভোট যেন অন্য কোথাও দেবেন না। বাড়িতে এই কথা বোঝান। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!