এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখা বন্ধ করুন মমতা,ফের বিঁধলেন মুকুল রায়

প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখা বন্ধ করুন মমতা,ফের বিঁধলেন মুকুল রায়


প্রথমে তৃনমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র ভর্ৎসনা, তারপর নোয়া পাড়া কেন্দ্রে প্রার্থী ঘোষণা নিয়ে বিতর্ক -এই সব কিছুর পরও মুকুলের শব্দ-বানের গতি যে কমেনি তা বুঝিয়ে দিলেন তিনি। হুগলির দলীয় সভায় বক্তব্য তিনি মুখ্যমন্ত্রীকে আবারও নিশানা করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিবা স্বপ্ন দেখছেন যে, তিনি প্রধানমন্ত্রী হবেন। এবার স্বপ্ন দেখা বন্ধ করুন।মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাই ভালো করে চালাতে পারছেন না। তিনি আবার দেশ চালানোর স্বপ্ন দেখেন।

প্রসঙ্গত, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই মুকুল রায় একের পর এক আক্রমণ করেছেন শাসক শিবিরকে। আবারও একই গতি নিয়ে তীক্ষ্ণ ভাষায় মুখ্যমন্ত্রীকে ২০১৯ এর বিধানসভা ভোটে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। তিনি বলেন, “২০১৯-এ লোকসভা ভোটে তৃনমূলের শক্তি কমিয়ে দেব আমরা।লোকসভা ভোটে তৃনমূল ২০টির বেশি আসন পাবে না।” এর পাশাপাশি প্রশাসনিক স্তরে দুর্নীতি, রাজ্যের শান্তি-শৃঙ্খলার পরিস্থিতি সহ বালি, কয়লা পাচার একাধিক বিষয়ে অভিযোগ করেন তিনি। ‘রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী। কিন্তু আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে রাজ্যে। পুলিশেরই নিরাপত্তা নেই। পুলিশ মার খাচ্ছে যত্রতত্র। এই পরিস্থিতিতে রাজ্যের নিরাপত্তা তিনি দেবেন কী করে! আসন্ন পঞ্চায়েত ভোটেই এই সরকারকে যোগ্য জবাব দিতে হবে। তাঁদের বিদায়ঘণ্টা বাজিয়ে দিতে হবে।’ তাঁর অভিযোগ, রাজ্যে শিল্পক্ষেত্রের পরিস্থিতি এতটা খারাপ এরপরেও শিল্পের দেখা নেই।তবুও মুখ্যমন্ত্রী দাবি করেন কোটি কোটি টাকা বিনিয়োগ আসছে, তাহলে সেই টাকা যাচ্ছে কোথায়? শিল্পক্ষেত্রের এই অবস্থার জন্য দায় মুখ্যমন্ত্রীর। রাজ্যের পুলিশের নিরাপত্তা নিয়েও কটাক্ষ করে বলেন, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী। সেখানে পুলিশেরই নিরাপত্তা নেই তবে রাজ্যর নিরাপত্তার প্রশ্ন আসছে কোথা থেকে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!