এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির জন্য বেদনা হয় মমতার ? নিজ মুখেই স্বীকারোক্তি! জেনে নিন!

বিজেপির জন্য বেদনা হয় মমতার ? নিজ মুখেই স্বীকারোক্তি! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- উৎসবের মধ্যে অধিবেশন চলার কারণে আগেভাগেই সেখানে তাদের বিধায়করা উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। সেই মতো করে আজ অধিবেশন চললেও এবং চার বিধায়ক সেখানে শপথ নিলেও, সেখানে উপস্থিত থাকতে দেখা যায়নি বিজেপির কোনো বিধায়ককে। তবে অধিবেশন শুরুর সাথে সাথেই এই ব্যাপারে কার্যত বিজেপিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিরোধীদের জন্য মর্মবেদনা হয় বলেও জানিয়ে দিলেন তিনি।

প্রসঙ্গত, আজ বিধানসভার অধিবেশন শুরুর পর সদ্য অনুষ্ঠিত উপনির্বাচনে চার বিধানসভা কেন্দ্রে যে তৃণমূল প্রার্থীরা জয়লাভ করেছিলেন, তারা বিধায়ক পদে শপথ নেন। আর তারপরেই বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বিরোধীদের কটাক্ষ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে মনেই করেন না। যখন ইচ্ছা হয়, তখন আসেন, যখন ইচ্ছা হয় না, তখন আসেন না। এতে আমার মর্মবেদনা হয়। তবে খারাপ লাগে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষের ছলে এই কথা বলেছেন। তিনি নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন যে, বিধানসভা গণতন্ত্রের স্তম্ভ। কিন্তু সেখানে না এসে বিরোধীরা বিধানসভাকে অপমান করছে। আর সেই কথা বলতে গিয়েই তাদের জন্য মর্মবেদনা হয় বলে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!