এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার, ভাড়ে মা ভবানী বাঙালির হেঁশেল, বিপাকে আমজনতা

আবার, ভাড়ে মা ভবানী বাঙালির হেঁশেল, বিপাকে আমজনতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবার বাড়ল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় ৫০ টাকা দাম বাড়লো রান্নার গ্যাসের। চলতি মাসের ৪ তারিখে রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বৃদ্ধি পেয়েছিল, এবার বৃদ্ধি পেলো ৫০ টাকা। এর ফলে এখন ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে হলো ৭৯৫ টাকা ৫০ পয়সা। বারবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে চিন্তার ভাজ পড়েছে মধ্যবিত্তের কপালে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল মধ্যরাত থেকেই দিল্লিতে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়। কলকাতা অন্যান্য শহরগুলিতে দাম বৃদ্ধি পেল সকাল থেকে। প্রসঙ্গত গত ডিসেম্বর মাস থেকে শুরু করে এখনও পর্যন্ত মোট চারবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেল। বারবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় যথেষ্ট সমস্যায় সাধারণ মানুষ। বাজেটের পরই রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধিতে ক্ষুব্দ সাধারণ মানুষ।

আবার, এর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে জ্বালানির। পেট্রোলের দাম প্রায় সেঞ্চুরি হাঁকাতে চলেছে। একমাসের মধ্যে ৯ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। জ্বালানির ব্যাপক মূল্য বৃদ্ধিতে প্রভাব পড়েছে গণ পরিবহন ব্যবস্থায়। পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষেরা বারবার ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন। ফলে সমস্যা বাড়ছে আমজনতার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!