এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবার কি সংঘর্ষ দেখা দেবে নাড্ডার সফরকে কেন্দ্র করে? মালদহে বাড়ছে উৎকণ্ঠা

আবার কি সংঘর্ষ দেখা দেবে নাড্ডার সফরকে কেন্দ্র করে? মালদহে বাড়ছে উৎকণ্ঠা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ডিসেম্বর মাসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা বঙ্গ সফরে এসে দলীয় সভা করতে গিয়েছিলেন ডায়মন্ড হারবারে। ডায়মন্ডহারবারে যাবার পথে তাঁর কনভয়ে ইট, পাথর ছুড়তে দেখা যায় বেশ কিছু মানুষকে। এই ঘটনায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে। তবে, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এরপরেই বিজেপির কেন্দ্রীয় নেতাদের সফরে অধিক নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়। তবে এর মধ্যেও নাড্ডার সফরের পূর্বে মালদহে দেখা গেল রাজনৈতিক উত্তাপ। যারফলে বাড়ছে উৎকণ্ঠা।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার মালদহ সফরকে কেন্দ্র করে মালদহর ইংরেজবাজার এলাকায় বেশ কিছু স্থানে বিজেপির পোস্টার, ব্যানার, হোর্ডিং টাঙ্গানো হয়েছিল। বিজেপির পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে, গতকাল শুক্রবার রাতে বেশকিছু ব্যানার, হোর্ডিং কেউ ছিঁড়ে দিয়ে গেছে। এই ঘটনায় বিজেপি অভিযুক্ত করেছে তৃণমূলকে। যারফলে আবার রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মালদার ইংরেজবাজার থেকে বিজেপির কয়েকটি হোর্ডিং, ফ্লেক্স ও ব্যানার ছেঁড়া অবস্থায় পাওয়া যায় আজ সকালে। এগুলি ছিঁড়ে সেখানে যুব তৃনমূলের ব্যানার, হোর্ডিং দেখা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বিজেপি শিবির। চাপা উত্তেজনা সৃষ্টি হয় এলাকাজুড়ে। তবে, এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার করা হয়নি কাউকে। বিজেপির অভিযোগ, কাল রাতে ইংরেজবাজার পুর এলাকার ফোয়াড়া মোড়ে জে পি নাড্ডার ছবি দেওয়া ব্যানার, হোর্ডিং ছিঁড়ে দেওয়া হয়েছে। ফোয়াড়া মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির সামনে ২ ব্যক্তিকে গতকাল রাতে প্ল্যাকার্ড, ব্যানার খুলতে দেখেছেন অনেকে।

আজ সকালে মালদহে এসে পৌঁছাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মালদার সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচারে যেতে পারেন তিনি। এরপর তিনি সাহাপুর গ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে সাক্ষাতের পর মধ্যাহ্ন ভোজন করবেন। কৃষক সুরক্ষা সহ ভোজনে তিনি অংশগ্রহণ করবেন। কৃষকদের সঙ্গে মাঠে বসে খিচুড়ি, তরকারি খেতে চলেছেন তিনি। রাজনৈতিক মহলের দাবি, দিল্লির কৃষক আন্দোলনের পটভূমিতে পশ্চিমবঙ্গের কৃষকদের পাশে থাকার বিশেষ বার্তা দিতে তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজন করতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাঁর কর্মসূচির পাল্টা কর্মসূচি গ্রহণ করতে চলেছে তৃণমূল।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!