এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবার সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক মনোরঞ্জন ব্যাপারী, নিমেষের মধ্যে বাড়িয়ে দিলেন দলের অস্বস্তি

আবার সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক মনোরঞ্জন ব্যাপারী, নিমেষের মধ্যে বাড়িয়ে দিলেন দলের অস্বস্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সোশ্যাল মিডিয়াতে বারবার নানা তীর্যক মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলেন মনোরঞ্জন ব্যাপারী। ইতিপূর্বে তিনি জানিয়েছিলেন, মনে হচ্ছে রাজনীতিতে এসে ভুল করেছেন তিনি। এরপর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সরব হওয়ার পর সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিন দূরে সরে গিয়েছিলেন তিনি। আজ আবার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রেখেছেন তিনি। যেখানে তিনি লিখেছেন যে, একটা সময় ১৭ টাকা দামের একটা পাউরুটির জন্য হাহাকার করেছেন তিনি। কিন্তু এখন মদ ও মাংসের যোগান দিতে পারছেন তিনি অনেককে। এ কথা ভেবে তিনি পুলকিত।

এই বক্তব্য তিনি কার উদ্দেশ্যে রেখেছেন? সে কথা তিনি স্পষ্ট করেননি। তবে, তাঁর এই বক্তব্য যে, নিমেষের মধ্যে দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। আজ একটি ফেসবুক পোস্ট করে তিনি লিখেছেন যে, এই যে তিনি সকলের মনা ভাই, মনা দা, একসময় তিনি ১৭ টাকা দামের একটা পাউরুটির জন্য কত হাহাকার করেছেন। কিন্তু আজ তিনি অনেক জনকে ভাত তো তুচ্ছ, মদ ও মাংসের যোগান পর্যন্ত দিতে পারছেন। যা ভেবে পুলকিত হচ্ছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর সংবাদমাধ্যমকেও ছেড়ে দেননি বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এ প্রসঙ্গে তিনি লিখেছেন যে, তিনি কেন অমানবিক উচ্চারণ করতে পারেননি? তিনি কেন খৈনি খান? তিনি কেন সুখসজ্জাতে না শুয়ে গামছা বিছিয়ে আম গাছের ছায়ায় শুয়ে পরেন? কেন তিনি দামি হোটেলে না খেয়ে মা ক্যান্টিনে লাইন দিয়ে ডিম ভাত খান? এসব নিয়ে খবর করে এখন তেলে-ঝোলে থাকছেন বেশ কিছু মানুষ।

তিনি আরো জানিয়েছেন যে, তিনি ভেবে পান না মানুষের কত সমস্যা, সেগুলো কি সংবাদমাধ্যমের চোখে পড়েনা? পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া হতে চলেছে, যার ফলে সমস্ত জিনিসের দাম বাড়ছে। প্রায় আট মাস রোদ-শীত- বৃষ্টিকে উপেক্ষা করে লক্ষ লক্ষ অন্নদাতা কৃষক দিল্লির রাস্তায় বসে আছেন। কিন্তু সেদিকে সংবাদমাধ্যমের দৃষ্টি নেই। তাদের সে দিকে চোখ ফেরাবার সময় নেই। এরা ক্যামেরা নিয়ে ঘুরছেন, কখন কার কাছে হাত পেতে তিনি খৈনি চেয়ে খাবেন? তেমন ছবি তোলার চেষ্টায়। এভাবেই একদিন ক্রমমুক্তি হবে বলে কটাক্ষ করেছেন তিনি।

ইতিপূর্বে রাজনীতিতে এসে ভুল করেছেন বলে দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এক সময় রিক্সা চালক হিসেবে জীবিকা শুরু করেছিলেন তিনি। পরবর্তীকালে লেখক রূপে প্রতিষ্ঠা লাভ করেন তিনি। প্রথাগত শিক্ষা সেভাবে না থাকলেও লেখক হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি। পরবর্তীতে তাঁর প্রবেশ রাজনীতির জগতে, হয়েছেন তৃণমূলের বিধায়ক। তবে, তীর্যক মন্তব্য করে বারবার অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন দলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!