এখন পড়ছেন
হোম > জাতীয় > বড় আইনি জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আদালতে চাপে অস্বস্তিতে হেভিওয়েট নেতা

বড় আইনি জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আদালতে চাপে অস্বস্তিতে হেভিওয়েট নেতা


আদালতে বড়সড় জয় পেলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ২০১৭ সালের ৩০ শে নভেম্বর আসানসোলের এক সাংবাদিক বৈঠকে ডায়মন্ড-হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেন। ওই বক্তব্যে তাঁর সম্মানহানি হয়েছে অভিযোগে আদালতের দ্বারস্থ হন তৃণমূলের যুবরাজ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল কলকাতার নগর-দায়রা আদালত কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওই মন্তব্য প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে। এছাড়াও আদালত কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে এই মানহানি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর কোনো মন্তব্য করা থেকেও নিষেধাজ্ঞা জারি করেছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৩০ শে নভেম্বর বাবুল সুপ্রিয় সাংবাদিক বৈঠকে ওই মন্তব্য করার পরে, ওই বছরের ৮ ই ডিসেম্বর এই নিয়ে আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। সেই সময় আদালত বাবুল সুপ্রিয়কে অনুরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য জন্য অস্থায়ী নির্দেশ দিয়েছিলো। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই প্রসঙ্গে বাবুল সুপ্রিয় এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া দেন নি।

 

যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!