এখন পড়ছেন
হোম > রাজ্য > ভোটের ঢাকে কাঠি পরে গেল! পুজোর আগে পরেই বাংলার বুকে নির্বাচনী মহারণ?

ভোটের ঢাকে কাঠি পরে গেল! পুজোর আগে পরেই বাংলার বুকে নির্বাচনী মহারণ?

আগামী ২০১৯ লোকসভা ভোটের দামামা বাজার আগেই নিজেদের রাজনৈতিক অবস্থান একবার হাতে কলমে দেখে নেবার সুযোগ পেল সব রাজনৈতিক দল। জানা যাচ্ছে যাতে পুরসভার ভোটের দিনক্ষণ নির্ধারিত করতে নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠির মারফৎ রাজ্যকে  নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। যদিও রাজ্য তাতে কর্ণপাত করেনি। তবে এবার নির্দেশ এসেছে এসছে খোদ আদালত থেকে। তাও আবার হাইকোর্টের নির্দেশ। কি বলা আছে সেই নির্দেশে? আদালত বলছে আগামী ১৭ অগাস্টের মধ্যে পুর নির্বাচনের দিনক্ষণ স্থির করে রিপোর্ট জমা দিতে হবে। নভেম্বরের মধ্যে ভোট করতে হবে রাজ্যের ১৭টি পুরসভায়। একইসঙ্গে কলকাতা পুরসভায় ১১৭ নম্বর ওয়ার্ডেও ভোটের দিনক্ষণ স্থির করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রসঙ্গত ২০১৬ সালের ডিসেম্বরে কলকাতা পুরসভায় ১১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর শৈলেন্দ্র দাসের মৃত্যু হয়। কাউন্সিলর না থাকায় জনৈক দীপক কাঞ্জি প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা করেছিলেন। সেই মামলাতেই কমিশনের কাছে পুর নির্বাচনের দিনক্ষণের বিষয়ে জানতে চায় আদালত। কমিশন জানায় রাজ্যের কাছে তাঁরা দিনক্ষণ স্থির করতে চিঠি পাঠিয়েছেন। রাজ্যের দেরি শুনে হাইকোর্ট উপরিউক্ত নির্দেশ দিয়েছে বলে জানা যাচ্ছে।

যে ১৭ টি পুরসভায় নভেম্বরের মধ্যে নির্বাচন হতে চলেছে সেগুলি হল কোচবিহারের মেখলিগঞ্জ ও হলদিবাড়ি, আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরের ডালখোলা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মুর্শিদাবাদের বহরমপুর, নদিয়ার কৃষ্ণনগর ও চাকদহ, উত্তর ২৪ পরগনার পানিহাটি ও হাবড়া, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ও ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানের বর্ধমান ও গুসকরা, বীরভূমের দুবরাজপুর এবং হাওড়া জেলার হাওড়া।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!