এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যের অস্বস্তি বাড়িয়ে, ভুয়ো ভ্যাকসিন কান্ডের মাঝেই ওষুধ নিয়ে কঠোর পদক্ষেপ হাইকোর্টের

রাজ্যের অস্বস্তি বাড়িয়ে, ভুয়ো ভ্যাকসিন কান্ডের মাঝেই ওষুধ নিয়ে কঠোর পদক্ষেপ হাইকোর্টের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি ভুয়ো ভ্যাকসিন কান্ডকে ঘিরে যখন তীব্র অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার, সেসময়ই সরকারের অস্বস্তি আরো বাড়িয়ে দিয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজের ওষুধপত্র নিয়ে রাজ্য সরকারকে কঠোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের পক্ষ থেকে রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে যে, গত পাঁচ বছর ধরে কত টাকার ওষুধ কেনা হয়েছিল রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে? তার হিসেব দিতে হবে। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার কারণে কত টাকার ওষুধ ব্যবহার করা যায়নি? কত টাকার ঔষধ নষ্ট হয়েছে? তা জানাতে হবে রাজ্য সরকারকে আগামী চৌঠা জুলাই এর মধ্যে।

সম্প্রতি, হাসপাতালে ওষুধের অপচয় নিয়ে এক সংবাদ প্রকাশিত হলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে এ বিষয়ে এক মামলা দায়ের করে। সেই মামলার শুনানিতে সম্প্রতি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেস বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এমন নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। আদালতের পক্ষ থেকে রাজ্য সরকারকে জানানো হয়েছে যে, শুধুমাত্র ভোটারদের খুশি রাখার জন্য বিভিন্ন প্রকল্পের রূপায়নের ক্ষেত্রে সমস্ত বুদ্ধি ও শক্তি প্রয়োগ করলে চলবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের সমস্ত হাসপাতাল নিজেদের মধ্যে কম্পিউটারে যুক্ত রয়েছে কিনা? আদালতকে তা জানাতে হবে। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ বিষয়ে ওয়েবসাইটে তালিকা আপলোড করে দিয়ে বা বিভিন্ন হাসপাতালে চিঠি পাঠিয়ে দিয়ে কোন সমস্যার সমাধান হয় না। করদাতাদের টাকা এভাবে নষ্ট হতে দেওয়া চলে না। হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যকে নির্দেশ দেয়া হয়েছে যে, সরকারের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে কত টাকার ওষুধ কেনা হয়েছে, গত পাঁচ বছরে, কত টাকার ওষুধ নষ্ট হয়েছে? তা স্পষ্ট জানাতে হবে।

আবার হাসপাতালে কতটা ওষুধ আছে, কতটা ওষুধ পাঠানো হয়েছে, কত ওষুধ নষ্ট হয়েছে? এসবের নজরদারির উদ্দেশ্যে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে কিনা? সে বিষয়ে জানাতে হবে। আগামী চৌঠা জুলাই এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। আদালতের এই কঠোর পদক্ষেপ রাজ্য সরকারকে তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছে বলেই, মনে করছেন একাধিক বিশ্লেষক। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মাঝে আদালতের এই কঠোর পদক্ষেপ সরকারের অস্বস্তি দ্বিগুন করে দিয়েছে।

অন্যদিকে, ভুয়ো ভ্যাকসিন নেবার পর আজ ভোরবেলা থেকে অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। জানা যাচ্ছে, তাঁর পেটে ব্যথা রয়েছে। যদিও, আগে থেকেই তাঁর গলব্লাডারের সমস্যা ছিল। তাঁর বাড়িতে এসে চিকিৎসকরা তাঁকে দেখে গিয়েছেন। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে কসবার ভ্যাকসিন ক্যাম্প থেকে যারা ভ্যাকসিন নিয়েছিলেন। তাদের জন্য স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডে আজ তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!