এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উপনির্বাচনেও কি তৃনমূলের প্রার্থী এই তারকা! নাম নিয়ে তীব্র গুঞ্জন শাসকদলে!

উপনির্বাচনেও কি তৃনমূলের প্রার্থী এই তারকা! নাম নিয়ে তীব্র গুঞ্জন শাসকদলে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্যে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে আবার উপনির্বাচন হতে চলেছে। যার মধ্যে অন্যতম খড়দহ বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যান তৃণমূলের প্রার্থী কাজল সিনহা। পরবর্তীতে ভোটের ফলাফল প্রকাশের আগেই সেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যদিও বা ভোটবাক্সে জয়লাভ করে তৃণমূল প্রার্থী তবে বিধায়ক হওয়া কাজল সিনহার মৃত্যুর কারণে এই বিধানসভা কেন্দ্রটি শুন্য হয়ে গিয়েছে। যার ফলে সেখানে উপনির্বাচন হবে।

ইতিমধ্যেই বেশ কিছু নাম সেই কেন্দ্রে ঘোরাফেরা করতে শুরু করেছে। যার মধ্যে রয়েছেন অমিত মিত্র থেকে শুরু করে শোভনদেব চট্টোপাধ্যায়। তবে এবার খড়দহ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে পারেন বিশিষ্ট অভিনেত্রী তৃণা সাহা বলে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ল। বলা বাহুল্য, 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল বেশ কিছু আসনে সদ্য দলে যোগ দেওয়া অভিনেতা অভিনেত্রীদের প্রার্থী করেছিল।

যার মধ্যে অনেকে জয়লাভ করলেও পরাজিত হয়ে গিয়েছেন সায়নী ঘোষ থেকে শুরু করে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে খড়দহ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিধানসভা নির্বাচনের আগে দলে যোগদানকারী বিশিষ্ট অভিনেত্রী তৃনা সাহাকে প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তৃণা সাহা এবং তার স্বামী বিশিষ্ট অভিনেতা নীল ভট্টাচার্য। তবে তাদেরকে তৃণমূলের পক্ষ থেকে একটি বিধানসভা আসনে প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন তৈরি হয়েছিল। কিন্তু কাঞ্চন মল্লিক থেকে শুরু করে রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ থেকে শুরু করে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মত অভিনেতা-অভিনেত্রীদের প্রার্থী করা হলেও, এই জুটিকে প্রার্থী করেনি শাসক দল। তবে এবার খড়দহ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃনমূলের প্রার্থী হিসেবে উঠে আসছে বিশিষ্ট অভিনেত্রী তৃনা সাহার নাম।

তাহলে কি তার প্রার্থী হওয়া কার্যত চূড়ান্ত? এদিন এই প্রসঙ্গে তৃণা সাহা বলেন, “আমি এই খবর শুনেছি। তবে শাসকদলের থেকে এরকম কোনো প্রস্তাব এখনও আমার কাছে আসেনি।” অন্যদিকে এই ব্যাপারে তৃনা সাহার স্বামী তথা বিশিষ্ট অভিনেতা নীল ভট্টাচার্য বলেন, “সদ্য প্রত্যক্ষ রাজনীতিতে আমরা যোগদান করেছি। এখন প্রার্থী হওয়া নিয়ে কিছু ভাবছি না।” স্বাভাবিক ভাবেই জল্পনা ক্রমশ বাড়ছে। একাংশ বলছেন, যখন তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যকে নিয়ে জল্পনা ছড়িয়েছে, তখন তাদের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে পারে শাসকদল।

সামনেই আগামী 5 তারিখে তৃণমূলের সাংগঠনিক বৈঠক রয়েছে। আর সেই বৈঠক থেকে যে সমস্ত কেন্দ্রে উপনির্বাচন হবে, সেখানে প্রার্থী স্থির করার ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। সেদিক থেকে তৃনা সাহার নাম যখন আলোচনার পর্যায়ে রয়েছে, তখন তাকে প্রার্থী করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে কোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!