এখন পড়ছেন
হোম > জাতীয় > অভিষেকের কনভয়ে হামলা, বিজেপির বক্তব্যে ব্যাকফুটে তৃণমূল! সরগরম রাজ্য!

অভিষেকের কনভয়ে হামলা, বিজেপির বক্তব্যে ব্যাকফুটে তৃণমূল! সরগরম রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গে বাইরের কোনো রাজ্য থেকে বিজেপি নেতারা কোনো সাংগঠনিক কাজে এলেই তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এক্ষেত্রে বাংলার বিজেপি নেতারা বারবার “পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই” সেই কথা তুলে ধরেছেন। আর এই পরিস্থিতিতে সোমবার ত্রিপুরার বিজেপি সরকারকে চাপে রাখতে সেখানে পা রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতে পৌঁছানোর সাথে সাথেই দফায় দফায় তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি বলে অভিযোগ। শুধু তাই নয়, তার কনভয়ে হামলা করা হয়েছে বলেও অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে যে বিজেপি সব সময় “পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই” বলে সরব হয়, সেই বিজেপির দখলে থাকা ত্রিপুরাতে কেন বিরোধী দলের নেতা গেলে তার উপর হামলা করা হচ্ছে, তা নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

তবে তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে বিজেপির পক্ষ থেকে হামলা করা হয়েছে বলে অভিযোগ তোলা হলেও, তাকে সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি টুইট করে এর পেছনে তৃণমূলের একাংশের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করা হল। যাকে কেন্দ্র করে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি।সূত্রের খবর, এদিন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি টুইট করা হয়েছে। যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যাওয়ার সাথে সাথেই তার ওপর বিজেপি নেতা কর্মীরা হামলা করেছে বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তাকে সম্পূর্ণরূপে সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি টুইট করে জানানো হয়েছে, “বাংলায় বিরোধী দলের নেতাদের সঙ্গে এখন এমন আচরণ রোজকার ব্যাপার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখন দেখা যাচ্ছে, তৃণমূলের হিংস্র কর্মীদের ত্রিপুরায় পাঠানো হয়েছে।” অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে বিজেপির নেতা, কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করেছে বলে অভিযোগ করা হয়েছে। কিন্তু এই হামলার পেছনে যে তৃণমূলের একাংশ জড়িত এবং তারা এই ঘটনা ঘটিয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে, সেই কথা নিজেদের টুইটের মধ্যে দিয়ে তুলে ধরে তৃণমূলের তোলা অভিযোগকে সম্পূর্ণরূপে ঝেড়ে ফেলার চেষ্টা করে ত্রিপুরার বিজেপি সরকারের পাশে দাঁড়াতে দেখা গেল পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতৃত্বকে।

এদিন এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ত্রিপুরাতে হামলা নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন তিনি বলেন, “কিছুই হয়নি। আমাদের উপর এমন রোজ হয়। আর ওরা বাংলার বাইরে যেখানে যাবেন, সেখানেই এমন হবে। বাংলায় যে সন্ত্রাস হচ্ছে, তাতে গোটা দেশের বিজেপি কর্মীরা তৃণমূলের উপর ক্ষেপে রয়েছে।” তবে এখানেই একাংশের প্রশ্ন, কেউ অধম বলিয়া আমি উত্তম হইব না কেন! যে ত্রিপুরা বা অন্যান্য বিজেপি শাসিত রাজ্য নিয়ে বিজেপির পক্ষ থেকে গর্ববোধ করা হয়, সেই ত্রিপুরাতে বিরোধী দলের নেতা গেলে কেন তাকে হামলা করা হবে? তাহলে কি এটাই বিজেপির দখলে থাকা রাজ্যগুলিতে গণতন্ত্রের নমুনা? ইতিমধ্যেই এই ব্যাপারে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তবে ত্রিপুরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে যেভাবে বিজেপিকে দায়ী করা হয়েছে, তা যে সম্পূর্ণরূপে ভিত্তিহীন, সেই ব্যাপারে পাল্টা টুইট করে এটা “তৃণমূলের চক্রান্ত” বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করল পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!