প্রকাশ্য সভা থেকে ফের বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য January 10, 2018 আজ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বর্গীডাঙার মাঠে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদি তিনি সভা থেকে ফের বিজেপির উদ্যেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “একমাসের মধ্যে এখানে এরকম একটি সভা করে দেখান। তবেই বুঝব আপনাদের কত ক্ষমতা।” পাশাপাশি বিজেপিকে বিঁধে বললেন,”একটা পঞ্চায়েতে জেতার ক্ষমতা নেই বিজেপি -র। শুধু বড় বড় কথা। একটি গ্রাম পঞ্চায়েতেও যদি ১০টির বেশি ভোট পায় বিজেপি , তবে বুঝব তাদের নেতারা কতবড় দক্ষ সংগঠক।”প্রসঙ্গত কয়েকদিন আগেই বিনপুরে সভা করে বিজেপি আর সেখানে বিজেপির হেভিওয়েট নেতারা রাহুল সিনহা ,লকেট চ্যাটার্জি এসেছিলেন। সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করতেও ছাড়েননি। আর আজ সেই সভার পাল্টা জবাব আক্রমণ দুই জানালেন অভিষেকবাবু।তিনি এদিন বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়লেন যান। তিনি বললেন বুথ কমিটি তৈরি করতে আপনাদের ১০০ বছর লেগে যাবে। মানুষকে ভুল বুঝিয়ে বাংলাকে অশান্ত করতে চাইছে বিজেপি । তৃণমূল যাদের দল থেকে বহিষ্কার করে দিচ্ছে, বিজেপি তাদের নিয়ে নাচানাচি করছে।অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চূড়ামণি মাহাত, ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা, জেলা সভাপতি অজিত মাইতি। সামনের পঞ্চায়েত ভোটার আগে অভিষেক বাবুর এই বক্তৃতা কর্মীদের মনোবল বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আপনার মতামত জানান -