এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অভিষেকের গড়ে দাঁড়িয়ে এবার তৃনমূলকে উৎখাতের ডাক আব্বাস সিদ্দিকীর, সব দিক থেকেই কি কোনঠাসা তৃণমূল!

অভিষেকের গড়ে দাঁড়িয়ে এবার তৃনমূলকে উৎখাতের ডাক আব্বাস সিদ্দিকীর, সব দিক থেকেই কি কোনঠাসা তৃণমূল!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল হিসেবে পরিচিত ভারতীয় জনতা পার্টি। কিন্তু বর্তমানে গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে আব্বাস সিদ্দিকীর মত সংখ্যালঘু নেতা। ইতিমধ্যেই তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ডায়মন্ডহারবারে একটি সভা করে দুর্নীতিমুক্ত বাংলা গড়ার ডাক দিয়েছেন এই সংখ্যালঘু নেতা। যার ফলে বাংলার রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। শুধু তাই নয়, বাংলার 44 টি আসনে তিনি প্রার্থী দেবেন বলেও জানিয়ে দিয়েছেন আব্বাস সিদ্দিকী।

স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যে এখন তৃণমূলের ঘুম উড়ে যেতে শুরু করেছে। ‌ বলা বাহুল্য, বর্তমানে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোটের উপর সবথেকে বেশি নির্ভরশীল। গত লোকসভা নির্বাচনে বিজেপি থেকে চারটি আসন বেশি পাওয়ার প্রধান কারন বেশকিছু আসনে সংখ্যালঘুদের সমর্থন। স্বাভাবিকভাবেই এই সংখ্যালঘু ভোট যদি ভাগাভাগি হয়ে যায়, তাহলে তৃণমূল কংগ্রেস যে চরম অসুবিধার মুখে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না।

ইতিমধ্যেই মিমের মত রাজনৈতিক দল বাংলায় প্রার্থী দেবে বলে জানিয়ে দিয়েছে। আর তারা যদি বাংলায় প্রার্থী দেয়, তাহলে তৃণমূল কংগ্রেস এমনিতেই সংখ্যালঘুদের সমর্থন নিয়ে বড়সড় চিন্তার মুখে পড়বে। আর তার মধ্যে আব্বাস সিদ্দিকীর মত নেতা এবার লড়াই করার কথা শুনিয়ে দেওয়ায় সংখ্যালঘু ভোট যে তৃণমূলের কাছে এবার বড় ফ্যাক্টর হতে চলেছে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

এমনিতেই বিজেপির পক্ষ থেকে প্রায়শই দাবি করা হচ্ছে, খুব তাড়াতাড়ি চলে গেলে ভাঙ্গন ধরবে। এমনকি তৃণমূলের অনেক হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। আর তারা যদি ভবিষ্যতে বড় কোনো দলত্যাগের সিদ্ধান্ত নেন এবং তা যদি বিজেপিতে যাওয়ার মত সিদ্ধান্ত হয়, তাহলে তৃণমূল কংগ্রেস এমনিতেই চাপে পড়ে যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এতদিন তাদের কাছে ভোট সমীকরণের দিক থেকে অত্যন্ত মূল্যবান ছিল সংখ্যালঘুদের সমর্থন। কিন্তু সেই সমর্থন যেভাবে বিভিন্ন সংখ্যালঘু নেতা নিজেদের দিকে টানতে আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবেন বলে জানিয়ে দিয়েছেন, তাতে তৃণমূলের অস্বস্তি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

একাংশের মতে, অবিলম্বে তৃণমূলকে এখনই সংখ্যালঘুদের সমর্থন নিয়ে নতুন রণকৌশল তৈরি করতে হবে। কেননা আব্বাস সিদ্দিকী ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সভা-সমিতি করতে শুরু করে দিয়েছেন। এমনকি আগামী বিধানসভা নির্বাচনে তারা নির্ণায়ক শক্তি হবেন বলেও দাবি করতে শুরু করেছেন। তাই এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে দাঁড়িয়ে আব্বাস সিদ্দিকীর হুংকার তৃণমূলের সংখ্যালঘু ভোটে যে ব্যাপকভাবে থাবা বসাবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সংখ্যালঘুদের সমর্থন নিতে আব্বাস সিদ্দিকীর এই লাগাতার প্রচার তৃণমূলকে কতটা চাপে রাখে, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!