এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূল থাকলেও অভিষেক নাপসন্দ, তাই আটকাতে মাঠে নামছে বামেরা

তৃণমূল থাকলেও অভিষেক নাপসন্দ, তাই আটকাতে মাঠে নামছে বামেরা

রাজ্যসভা নির্বাচনে অভিষেকের মনোনয়ন বাতিল করতে উঠে পরে লাগল বামফ্রন্ট।
রাজ্যসভা নির্বাচনের আগে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভির মনোনয়ন পত্র বাতিলের দাবি করলেন সিপিএম প্রার্থী রবিন দেব। সম্প্রতি রবিন বাবু সুজন চক্রবর্তীর সাথে এক বৈঠকে অভিষেকের বয়স এবং অন্যান্য কয়েকটি বিষয় নিয়ে অভিযোগ করেন। বিষয়টি জানতে পেরে এর পাল্টা জবাব দিয়ে অভিষেক জানান, ‘১৯৫৯ সালে আমার জন্ম। স্কুল-কলেজে আমার বয়সের সার্টিফিকেট আছে। ২০১৬-য় আমার ৪৩ বছর নিয়ে ওরা অভিযোগ করেছে। হয়তো সে-সময় টাইপের ভুল।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এফিডেভিটে গোলমাল নেই। মিথ্যে অভিযোগ ভিত্তিহীন।’ মিথ্যা অভিযোগের কারণের মামলা করার কথাও জানান তিনি। এদিন রবিন বাবু জানান, ‘১২ মার্চ কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও ভোটের রিটার্নিং অফিসার বিধানসভার সচিবের কাছে দৃষ্টি আকর্ষণ করেছিলাম। ১৫ মার্চ লিখিত অভিযোগ জানাই। উত্তর পাইনি।’ সূর্যকান্ত মিশ্রর কথায়, ‘দিল্লির নেতৃত্বকে জানিয়েছি। নির্বাচন কমিশনের সদর দপ্তরেও কথা বলা হচ্ছে।’ এদিন কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, ‘সিপিএম পাগল হয়ে গেছে।’ এবং মনোজ চক্রবর্তী বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেন, ‘অভিযোগ ধোপে টিকবে না।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!