এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অবশেষে ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন শ্রী সিমেন্টের আইএসএলে যোগদান নিয়ে বাড়ছে সংশয়

অবশেষে ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন শ্রী সিমেন্টের আইএসএলে যোগদান নিয়ে বাড়ছে সংশয়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন ধরেই ইস্টবেঙ্গলের সঙ্গে তার বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের নানা মতভেদ চলছিল। সমস্যা দূর করতে গত শুক্রবার দুটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকটিই ভেস্তে যায়। এরপর থেকেই ইসবেঙ্গলের সঙ্গে শ্রী সিমেন্টের সম্পর্ক নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন চিহ্ন।

এই আবহে আজ ইস্টবেঙ্গলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছে শ্রী সিমেন্ট। যদিও এই খবর গতকালই শোনা যায়। প্রসঙ্গত, গত শুক্রবার দুটি বৈঠক হওয়ার কথা ছিল ইস্ট বেঙ্গল ও শ্রী সিমেন্টের। যার মধ্যে একটি বৈঠক হলেও পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠক বাতিল হয়ে যায়। শুরু হয় নানা টানাপোড়েন। এরপর শ্রী সিমেন্টের পক্ষ থেকে তাদের মতামত জানতে চেয়েছিল ইস্টবেঙ্গল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর আজ শ্রী সিমেন্টের পক্ষ থেকে তাদের সঙ্গে ইস্টবেঙ্গলের সমস্ত সম্পর্ক ছিন্ন করা হলো। বিনাশর্তে ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইট ফিরিয়ে দেয়া হচ্ছে। তাদের সঙ্গে চুক্তি করতে আগ্রহী নয় সংস্থা। ক্লাবের কাছে একটি মেইল পাঠিয়ে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। এর ফলে ইস্টবেঙ্গলের এবার আইএসএলে যোগদান যথেষ্ট অনিশ্চিত হয়ে পড়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!