এখন পড়ছেন
হোম > রাজ্য > পদ খোয়াচ্ছেন অরূপ চক্রবর্তী,তাঁর বদলি কে?

পদ খোয়াচ্ছেন অরূপ চক্রবর্তী,তাঁর বদলি কে?

সংরক্ষণের জেরে বাঁকুড়ায় জেলাপরিষদ এর সভাধিপতির প্রার্থী হতে চলেছেন একজন মহিলা। আর তাই রাণিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডির নাম উঠে এসেছে এই পদের জন্য । জানা গেছে এবার বাঁকুড়ায় জেলাপরিষদ এর সভাধিপতি তফশিলি উপজাতি সংরক্ষিত পদের হক্দার হিসাবে তিনি জায়গা পাচ্ছেন।গতবার ওই পদে জিতেছিলেন তৃণমূলের ‘হেভিওয়েট নেতা’ অরূপ চক্রবর্তী। বাঁকুড়া জেলার জেলা পরিষদের মোট ৪৬ টি আসনের ভিতর ২৬ টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকদল হাতের মুঠোয় নিয়েছিল । তবে নির্বাচনের পূর্ব মুহূর্তে বাঁকুড়ার আভ্যন্তরীন রাজনীতি নিয়ে হইচই শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জানা যায়

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সিপিএম নেত্রী দেবলীনা হেমব্রমকে গত বিধানসভার ভোটে পরাস্ত করে জনগনের মন কেড়েছিলেন জোৎস্না দেবী।গত সোমবার জেলা পরিষদের ১২ নম্বর আসন থেকে প্রার্থী নির্বাচিত হতে খাতড়া মহাকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিয়ে এসেছেন তিন দলের কর্মীদের সাথে গিয়ে।ভাবী সভাধিপতি জ্যোৎস্নার বক্তব্য জেনে নেওয়া যাক এই প্রেক্ষিতে।তিনি জানিয়েছেন-“দেখুন এরকম কোনও খবর আমি শুনিনি।দল বলেছে।জেলা পরিষদের প্রার্থী হয়েছি আর ভবিষ্যতে দল যদি কোন বড় দায়িত্ব দেয় তা পালন করব।”পরিবারের প্রতি দায়িত্ব,স্বামী,ছোট সন্তান এদের প্রতি সমান কর্তব্য রেখে তিনি রাজনীতির মাটিতে এসেছেন,তবে জয়ী হলে দায়িত্ব বাড়বে বইকি!
এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন মানুষের জন্য কাজ করতেই তার রাজনীতিতে আসা।দলনেত্রীর আশীর্বাদ ও দলের সঙ্গ থাকলেই তিনি সফল হবেন।দলের একনিষ্ঠ কর্মী ও ভালোবাসার মানুষ জ্যোৎস্না বিদায়ী সভাধিপতি অরূপ চক্রবর্তীরও পরিচিত কাছের মানুষ।আইনসম্মত একজন বিধায়কের জেলা পরিষদের সভাধিপতি হওয়া তাই জ্যোৎস্না দেবীর সামনে সেই অর্থে কোনো বাঁধা থাকলো না।তবে তৃণমূল জেলা নেতৃত্ব এ নিয়ে কোনো উক্তি না করেই বলেছেন পরবর্তী ভোটের সিদ্ধান্তই বলে দেবে সব।সময়ে সব হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!