এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপির হাত থেকে আরো এক শরিককে ‘কেড়ে নিতে’ ঘুঁটি সাজাচ্ছেন তৃণমূলনেত্রী

বিজেপির হাত থেকে আরো এক শরিককে ‘কেড়ে নিতে’ ঘুঁটি সাজাচ্ছেন তৃণমূলনেত্রী

কয়েকদিন আগেও বিমলগুরুং পাহাড়ে আগুন জ্বালিয়ে রেখেছিলেন আর তাকে ঠান্ডা করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প সম্মেলন করলেন পাশাপাশি র একটি গুরুত্ত্বপূর্ণ কাজ করতে চলেছেন। তা হলো আগামী শুক্রবার ১৬ মার্চ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শিলিগুড়ির উত্তরকন্যায় বৈঠকে বসতে চলেছেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং। এই বৈঠকের উদ্দেশ্য কেবলমাত্র পাহাড় রাজনীতিতে আটকে নেই, রয়েছে বিমল গুরুং এর ভবিষ্যত ও। উল্লেখ্য দার্জিলিং থেকে পালিয়ে গুরুং আশ্রয় নেয় সিকিমে । সেকারণে গুরুং এর বিষয়ে চামিলং সরকারের বর্তমান ও ভবিষ্যত অবস্থান কী হতে পারে , এই বিষয় টিও বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়।পাশাপাশি যদি চামলিং মমতার হাত ধরেন তাহলে বড় ধাক্কা খাবে বিজেপিও। আগামী শুক্রবারের এই বৈঠক ওয়াকিবহালমহলের মতে একসঙ্গে অনেকগুলো দিক নির্ণয় করে দেবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!