এখন পড়ছেন
হোম > রাজ্য > শাসকদলের মার খেয়ে গ্রেপ্তার হওয়া বিজেপি নেতার জামিন মিলল অবশেষে

শাসকদলের মার খেয়ে গ্রেপ্তার হওয়া বিজেপি নেতার জামিন মিলল অবশেষে


অবশেষে সোমবার আদালতে জামিন পেলেন কোচবিহার শহর টাউন মণ্ডলের যুব মোর্চার সভাপতি ভার্গব চন্দ্র দাস। এদিন জামিন পাওয়ার পরই আদালত চত্বরে তাঁকে গলায় ফুলের মালা পরিয়ে স্বাগত জানালেন যুব মোর্চার জেলা সভাপতি শৈলেন্দ্র প্রসাদ সাউ সহ অন্যান্যরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত উল্লেখ্য গত ২৭ মার্চ রাতে ভার্গবের বাড়িতে গিয়ে তাঁকে বাইরে ডেকে মারধর করে কয়েক জনযুবক। হামলার পর আহত বিজেপির এই নেতাকে কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার সমস্ত দায় চাপানো হয় তৃণমূল কংগ্রেসের ওপর। এরপরে ভার্গভের বিরুদ্ধে কোতয়ালি থানায় পাল্টা অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। শাসকদলের এই অভিযোগের ভিত্তিতে রবিবার ভার্গবকে চিকিৎসাধীন অবস্থাতেই হাসপাতালের পুলিশ লক-আপে রাখা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। এমনকি বিজেপি নেতা রাহুল সিনহা পুলিশের এই ‘অনৈতিক’ কাজের বিরুদ্ধে আদালতে যাওয়ার ও হুঁশিয়ারী দেন। এরপর সোমবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!