এখন পড়ছেন
হোম > জাতীয় > ঘোষণা হয়ে গেল উপনির্বাচনের দিন, প্রস্তুতি তুঙ্গে

ঘোষণা হয়ে গেল উপনির্বাচনের দিন, প্রস্তুতি তুঙ্গে

ব্যস্ততা এবার মেঘালয়ের উইলিয়মনগরের উপনির্বাচন নিয়ে। উপনির্বাচনের দিন ঘোষিত হওয়ার পরই কংগ্রেস প্রার্থী দেবরা মারাক জানিয়েছেন প্রচারের জন্য বেশ কিছুটা সময় তিনি পেয়েছেন তাই সত্তর তিনি উইলিয়মনগরে প্রচার শুরু করবেন। মেঘালয়ের এই একটি আসন খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির জন্য। কংগ্রেস এই আসন জিতলে

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাদের আসন বেড়ে দাঁড়াবে ২১ টি এবং এনপিপি এই আসন জিতলে তাদের আসন দাঁড়াবে ২০ টি। এদিন এনপিপির রাজ্য সভাপতি ডব্লু আর খরলুখি জানান, “দল আগে প্রার্থী মারকুইস মারাকের জন্য প্রচার করেছিল। তবে নির্বাচনের দিন ঘোষণার পর ফের প্রচার শুরু করা হবে।” এদিকে এনসিপির সভাপতি সালেং সাংমা জানিয়েছেন এনসিপির তরফে প্রার্থী প্রয়াত জোনাথন সাংমার স্ত্রী ক্রিনিলা মারাককে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। যেহেতু এনসিপির একমাত্র বিধায়ক সালেং সরকারকে সমর্থন করছেন তাই এনসিপি জিতলে মেঘালয়ে এমডিএ জোট মন্ত্রিসভার সুবিধাই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!