এখন পড়ছেন
হোম > জাতীয় > অক্টোবরের মধ্যে করোনা পরিস্থিতি হতে পারে স্বাভাবিক, এমনটাই উঠে এলো

অক্টোবরের মধ্যে করোনা পরিস্থিতি হতে পারে স্বাভাবিক, এমনটাই উঠে এলো


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতি স্বাভাবিক করতে বিশ্বের সমস্ত গবেষকরা দিনরাত এক করে কাজ করছে বলেই জানা গিয়েছিল। সেখানে ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যেই সুসংবাদ বা দুসংবাদ দুইই মানুষের কাছে এসেছে বলে জানা গেছে। সেখানে অক্সফোর্ডের ভ্যাক্সিনের উত্‍পাদনকারী হিসেবে কাজ করা সেরাম ইনস্টিটিউটের ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে দেশবাসী।

এমন পরিস্থিতিতে সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালার দাবি করেছেন যে, জানুয়ারি থেকেই ভ্যাক্সিন দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। সেইসঙ্গে আগামী বছরের অক্টোবরের মধ্যেই ভারত সাধারণ জীবনে ফিরতে পারবে বলেও আশা দিয়েছেন তিনি। সেখানে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের প্রধান বলরাম ভার্গভ এদেশে কোনও সংস্থাকে প্রতিষেধক বাজারে ছাড়ার ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে তিনি মন্তব্য করেছেন বলে জানা গেছে।

সেখানে তিনি জানান, টিকার উপকার এবং ঝুঁকির অনুপাতে সন্তুষ্ট হলে তবেই এদেশে কোনও সংস্থাকে প্রতিষেধক বাজারে ছাড়ার ছাড়পত্র দেওয়া হবে। সেক্ষেত্রে অ্যাস্ট্রোজেনেকা এবং অক্সফোর্ডের প্রতিষেধকের ক্ষেত্রে সেই সম্ভাবনা কম রয়েছে বলেই জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তথ্য সূত্রে জানা গেছে, এটি ৯০ শতাংশ কার্যকর কি না এবং ৫৫ বছরের বেশি বয়সের শরীরে কতটা কাজ করবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে, আস্ট্রোজেনেকার গবেষকদের মতে, পুরো ডোজ দেওয়া হলে তাঁদের প্রতিষেধক ৬২ শতাংশ ক্ষেত্রে কাজ করেছে বলেই সমীক্ষাতে দেখা গেছে।

তবে তাঁদের প্রতিষেধকের অর্ধেক ডোজে ৯০ শতাংশ ক্ষেত্রে কাজ করেছে। কিন্তু এই পরীক্ষা খুব অল্পসংখ্যক মানুষের ওপর করা হয়েছে বলে ভরসাযোগ্য নয় বলেই জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য, ভারত বায়োটেক তাদের কোভ্যাক্সিন প্রতিষেধকদের ছাড়পত্র পেতে দেশের ড্রাগস কন্ট্রোলার জেনারেলের কাছে আবেদন করেছিল বলে জানা গেছে।

সেইসঙ্গে সেন্ট্রাল ড্রাগ রেগুলেটরে অ্যাস্ট্রোজেনেকা-অক্সফোর্ড প্রতিষেধকের ছাড়পত্র পেতে সেরাম ইনস্টিটিউটও আর্জি জানিয়েছিল। এছাড়া ফাইজার সংস্থাও ভারতে ছাড়পত্র পেতে আবেদন করেছে। কিন্তু তথ্যের অভাবে কারো জরুরি ছাড়পত্র মঞ্জুর করা যায়নি বলেই জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!