এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > পঞ্চায়েত অফিসের অদূরেই অজ্ঞাত-পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ! খুন না আত্মহত্যা বিতর্কে অস্বস্তি

পঞ্চায়েত অফিসের অদূরেই অজ্ঞাত-পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ! খুন না আত্মহত্যা বিতর্কে অস্বস্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় শাসক থেকে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হতে দেখা যাচ্ছে। যে ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে গোটা রাজ্য জুড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধী নেতাকর্মীদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে শাসকদলের বিরুদ্ধে সরব হচ্ছে বিরোধীরা। এবার পঞ্চায়েত অফিসের কাছেই একটি দোকানের সামনে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদহের হবিবপুর ব্লকের কেন্দপুকুর আকতৈল গ্রাম পঞ্চায়েতে।

জানা গেছে, ছেঁড়া লুঙ্গি এবং গেঞ্জির ছেড়া অংশ দিয়ে বাঁশের খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তিকে ঝুলতে দেখা যায়। সকালে বাসিন্দারা তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আর এরপরই পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে দেয়।হঠাৎ করেই পঞ্চায়েত অফিসের কিছুটা দূরে এভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এর পেছনে খুন নাকি আত্মহত্যা কাজ করছে, তার রহস্য উন্মোচন করতে ব্যস্ত রয়েছে পুলিশ।

এদিন এই প্রসঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান গায়ত্রী বর্মন বলেন, “সকালে পঞ্চায়েত অফিসের কমিউনিটি হলের নীচে দোকান ঘর থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়। তবে কি ঘটনা ঘটেছে, সেই বিষয়ে আমার কিছু জানা নেই। খুন না আত্মহত্যা, তা তদন্তের ব্যাপার।” এদিকে এই ব্যাপারে হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়াল মূর্মু বলেন, “পঞ্চায়েত অফিসের সামনে এই ধরনের ঘটনা ঘটে গেল, অথচ কারও নজরে এল না। এটা কি করে সম্ভব? সিভিক ভলেন্টিয়ারদের টহল দেওয়ার কথা। তা সত্ত্বেও যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়! পুলিশ সঠিকভাবে তদন্ত করুক।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে ময়নাতদন্তের রিপোর্ট না দেখে এখনই কিছু বলা যাবে না বলে জানিয়ে দিয়েছেন মালদহ জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। তবে যে যাই বলুন না কেন, গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যে বিস্তর আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। যেভাবে একের পর এক মৃতদেহ উদ্ধার হতে শুরু করেছে, তাতে বিধানসভা নির্বাচনের আগে বাড়ছে আশঙ্কা। এখন এই মৃতদেহ উদ্ধারের পেছনে খুন নাকি আত্মহত্যা কাজ করছে! পুলিশি তদন্তে কি উঠে আসে! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!