এখন পড়ছেন
হোম > জাতীয় > কংগ্রেস বিধায়করা কুমারস্বামীর বিরুদ্ধে, জেডিএস বিধায়করা চান বিজেপির সঙ্গে জোট

কংগ্রেস বিধায়করা কুমারস্বামীর বিরুদ্ধে, জেডিএস বিধায়করা চান বিজেপির সঙ্গে জোট


মঙ্গলবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হতেই মুখ্যমন্ত্রী পদের দাবিদার বিজেপি নেতা ইয়েদুরাপ্পা রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানালেন। এদিন রাজভবনে উপস্থিত হয়ে রাজ্যপালকে তিনি বললেন, ”বৃহত্তম দল হিসেবে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দেওয়া হোক।” এরপরে বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বললেন “উনি আমাদের বিধানসভায় আস্থাভোটে শক্তিপরীক্ষায় অনুমতি দিয়েছেন।” এদিকে জেডি(এস) নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার পুত্র কুমারস্বামীর বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের লিঙ্গায়েত সম্প্রদায়ের বিধায়করা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত ঐ রাজ্যে কংগ্রেস দল জে ডি এস’র সাথে সরকার গঠনের ক্ষেত্রে আসন সমঝোতা করেছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদ জেডিএস নেতা কুমারস্বামীকে ছেড়ে দিয়ে কংগ্রেসকে দল কে সরকার গঠনে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।  এবং জেডিএস’র পক্ষ থেকে এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ফলে সরকার গঠনের দাবিপত্র নিয়ে রাজ্যপালের সাক্ষাৎ করলেন কুমারস্বামী ও। এমন পরিস্থিতিতে তাই কে সরকার গঠন করবে, তা নিয়ে কর্ণাটক-সহ জাতীয় রাজনীতিতে চলছে চরম জল্পনা কল্পনা। আর এই সময়েই কুমারস্বামীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কয়েকজন কংগ্রেস বিধায়ক। জানা গেছে ওই লিঙ্গায়ত বিধায়করা ভোক্কালিগা সম্প্রদায়ের কুমারস্বামীকে নিয়ে আপত্তি জানিয়েছেন। উল্লেখ্য বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা লিঙ্গায়ত। তাই এই লিঙ্গায়ত বিধায়কদের অসন্তোষের পিছনে তাঁর কোনো ভূমিকা রয়েছে বলে কংগ্রেস দলের তরফে অনুমান করা হচ্ছে। সূত্রের খবর, জেডিএসের কয়েকজন বিধায়ক আবার প্রবল কংগ্রেস বিরোধী। তাঁরা চাইছেন বিজেপির সঙ্গে জোট হোক। সব দিক বিচার করে কর্ণাটক নির্বাচনের পরবর্তী সরকার গঠন পর্ব যে বর্ণময় তা আলাদা করে বলার দাবি রাখে না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!