এখন পড়ছেন
হোম > রাজ্য > আদালতের রায়ে ‘বিশেষ নির্দেশে’ পঞ্চায়েত ভোট জুলাইয়ে হতে পারে বলে জল্পনা চরমে

আদালতের রায়ে ‘বিশেষ নির্দেশে’ পঞ্চায়েত ভোট জুলাইয়ে হতে পারে বলে জল্পনা চরমে


আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সময়সীমা নিয়ে রাজ্যবাসী সহ রাজনৈতিক মহলের জল্পনা এখন তুঙ্গে। হাইকোর্টের নির্দেশে মনোনয়নপত্র পেশের জন্যে একদিন অতিরিক্ত বরাদ্দ করা হয়। কিন্তু অতিরিক্ত দিনেও রাজ্যজুড়ে হওয়া নানা বিচ্ছিন্ন ঘটনা ও দলীয় সন্ত্রাসের সাক্ষী হয়ে রইলো রাজ্যের সাধারণ মানুষ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

শুধু তাই নয় এদিন নানা হিংসাজনক ঘটনায় নিহত হয়েছেন ৪ জন মানুষ। এদিন সেই ঘটনার সূত্র ধরেই সিঙ্গলবেঞ্চের বিচারক সুব্রত তালুকদারের কাছে সিপিএম নেতা-আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বললেন, ”আদালতের নির্দেশ স্বত্ত্বেও নির্বাচন কমিশন পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা দিতে পারেনি।তারই জেরে একদিকে আমরা বিরোধীরা যেমন অধিকাংশ আসনে মনোনয়ন জমা দিতে পারিনি, তেমনই একাধিক হিংসাত্মক ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ জখম হয়েছেন।” একথা শুনে বিচারক রাজ্য নির্বাচন কমিশন ও ডেপুটি জেনারেল অফ পুলিশকে এবিষয়ে আদালতে হলফনামা জমা দিতে বলেন। জানা গিয়েছে এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে আগামী ২৯ জুন। এই কারণে রাজনৈতিক মহলের একাংশের অনুমান আদামতের শুনানির দিন যদি জুন মাসের শেষ সপ্তাহে হয়। তাহলে নিশ্চিত ভাবেই বলা যেতে পারে যে তার আগে নির্বাচনের কোনো সম্ভবনাই নেই। তবে অন্য অংশের মতে আদালতের পরবর্তী শুনানীর সাথে পঞ্চায়েত নির্বাচনের সময়সূচীর কোনো সংযোগ নেই। তাই আপাতত অনুমান নির্ভর করেই সময় অতিবাহিত করা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!