এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যজুড়ে নির্বাচনী প্রচারে নেমে পড়ল শাসকদলের শিক্ষক সংগঠন

রাজ্যজুড়ে নির্বাচনী প্রচারে নেমে পড়ল শাসকদলের শিক্ষক সংগঠন

রাজ্যজুড়ে নির্বাচনী প্রচারে নেমে পড়ল শাসকদলের শিক্ষক সংগঠন। আদালত পঞ্চায়েত নির্বাচনের স্থগিতাদেশ দিয়েছে কিন্তু এদিকে রাজ্যের শাসকদলের হয়ে অনুষ্ঠানিকভাবে প্রচারে নামলেন ওয়েস্ট বেঙ্গল কলেজ এন্ড ইউনিভার্সিটি প্রফেসর্স অ্যাসোসিয়েশন (ওয়েবকুপা)- এর শিক্ষক শিক্ষিকারা। প্রচারপুস্তিকা প্রকাশ করে এর মাধ্যমে নির্বাচনের প্রচারের কাজ শুরু করে এই সংগঠন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই পুস্তকে রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের খতিয়ান কবিতার মাধ্যমে লেখা হয়েছে বলে জানা গেছে। যদিও ওয়েবকুপার কোনো সদস্যই পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হন নি কিন্তু তাঁরা তৃণমূল কগ্রেসের হয়ে এই পুস্তক প্রকাশ করে চারিদিকে ছড়িয়ে দেওয়ার কথা জানান। এই সংগঠনের এক সদস্য নবনীতা চট্টোপাধ্যায়ের কথায়, ”আজ আমাদের প্রচারপুস্তিকা প্রকাশ হল। এর পর আমরা জেলায় জেলায় সভা করব। পাশাপাশি, কলকাতারও প্রধান প্রধান জায়গাগুলিতে যেমন, শিয়ালদহ, হাওড়া স্টেশনে সভা করব।” এদিন তিনি আরও বলেন, ”আমরা আমাদের সংগঠনের অধ্যাপকদেরও বলে দিয়েছি। তাঁরা নিজেদের মতো প্রচারের কাজ করবেন।” কিন্তু নির্বাচন ঘষোণার এতদিন পরে ওয়েবকুপার নির্বাচনী প্রচারে নাম নিয়ে জল্পনা বেড়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে। নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে সন্ত্রাসের হামলা বিষয়ক প্রশ্ন উঠলে ওয়েবকুপার সভানেত্রী কৃষ্ণকলি বসু এর উত্তরে জানান, ”কয়েকটি বুথে বিচ্ছিন্ন ঘটনা দেখা দিয়েছে। বিরোধীরা যতই কাটাকাটি করুক, হানাহানি করুক, তাতে লাভ হবে না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!