কড়া হুশিঁয়ারিতেও হচ্ছে না কাজ, একনজরে গোঁজকাঁটায় বিপর্যস্তের পূর্ণাঙ্গ খতিয়ান রাজ্য April 30, 2018 নির্দল প্রার্থীদের সংখ্যা বাড়তে শুরু করল পূর্ব মেদিনীপুরের তমলুকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে। পরিসংখ্যান বলছে,গ্রাম পঞ্চায়েতের মোট ৩৩৭৮ টি আসনে নির্দল মনোনয়ন জমা পড়েছে ১৪২৮ টি। পঞ্চায়েত সমিতির মোট ৬৬১ টি আসনে নির্দল প্রার্থীর সংখ্যাটা ২০৭।ওদিকে জেলা পরিষদের ৬০ টি আসনে নির্দল প্রার্থীর মনোনয়ন জমা পড়ার সংখ্যাটা ১৩। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে কিন্তু কেন এই উলট পুরাণ? আসুন দেখে নেওয়া যাক। রাজনৈতিক সূত্রের খবর বলছে, টিএমসির প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেও অনেকেরই মনোনয়ন বাতিল হয়ে গেছে । তাই গোঁসায় তাঁরা নাম লিখিয়েছ নির্দল প্রার্থীর তালিকায়। এঁদের ভিতর অনেকেই গত পঞ্চায়েতের নির্বাচিত প্রার্থী। ফলে ‘গোঁজ’ এবং ‘বিক্ষুব্ধ’ নির্দল প্রার্থী সামলাতেই নাজেহাল শাসকদল এখন। কাজ হয়নি বাড়ি বাড়ি গিয়ে বোঝানোতে, চিঁড়ে ভেজেনি কড়া হুমকিতেও। এখন ব্লক তৃনমূলের কাছে কষ্টকর কাজ হল প্রার্থীদের মানভঞ্জন করে দলে ফেরানো। এবং এই মুহূর্তে তা করতে বেশ বেগ পেতে হচ্ছে ঘাসশিবিরকে। যেসব জায়গায় একচেটিয়া রাজত্ব করতো শাসকদল সেখানে গোষ্ঠী কোন্দল তথা ‘গোঁজ’ই না বাধা হয়ে দাঁড়ায় পঞ্চায়েত ভোটে তা নিয়ে আশঙ্কায় তৃণমূল। আপনার মতামত জানান -