এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্নাটকে নিজেদের বিধায়কদের ‘বাঁচাতে’ রিসোর্ট ভাড়া কংগ্রেসের!

কর্নাটকে নিজেদের বিধায়কদের ‘বাঁচাতে’ রিসোর্ট ভাড়া কংগ্রেসের!


বিজেপি কে অপহরণকারী ঠাহর করলো কংগ্রেস। নিজেদের সরকার গঠনের পথ সুদৃঢ় করতে গেরুয়া শিবির যে কোনো সময়েই কংগ্রেস-জেডিএসের বিধায়কদের অপহরণ করে নিতে পারে , এইরকম একটা আন্দাজ করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। সূত্রের খবর অনুসারে এই আশঙ্কা তাড়িত হয়েই বুধবার কংগ্রসের পক্ষ থেকে তাদের দলের বিজয়ী বিধায়কদের নিরাপত্তার খাতিরে বেঙ্গালুরুর একটি রিসর্ট ভাড়া করা হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

গোপণ সূত্রের খবর অনুসারে বেঙ্গালুরুর ইগলটন রিসর্টে   কংগ্রেসের নতুন বিধায়কদের কঠোর সুরক্ষা বলয়ের মধ্যে রেখে দেওয়া হবে। এমনকি জানা গেছে কর্ণাটকে কোনো দল শেষ অবধি স্ররব সম্মতভাবে সরকার গঠন করছে সেটা না জানা অবধি কংগ্রেস বিধায়করা ঐ রিসর্টেই থাকবেন। উল্লেখ্য মঙ্গলবার বিজেপি কর্নাটক বিধানসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করলেও, সরকার গঠনের জন্যে কংগ্রেস এবং বিজপে উভিয় দলের মধ্যেই চাপা উত্তেজনা রয়েছে। এই পরিস্থিতিতে অভিযোগ উঠছে সরকার গঠন করার জন্য বিজেপি কংগ্রেস বিধায়কদের নানা প্রলোভন দেখাচ্ছে। আশ্চর্যজনক ভাবেই বুধবার বেঙ্গালুরুতে কংগ্রেসের দলীয় বৈঠকে ৩ জন কংগ্রেস বিধায়ক অনুপস্থিত ছিলেন। এছাড়াও দলের পক্ষ থেকে বেশ কিছু বিধায়কের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই সব অভিযোগ অস্বীকার করে জানান যে তাঁদের দলের সব বিধায়করাই দলে রয়েছেন এবং কেউ নিখোঁজ হননি।  মঙ্গলবার কর্নাটকে বিজেপি জিতলেও, শেষ মুহূর্তে জেডিএসের সঙ্গে কংগ্রেস হাত মিলিয়ে বিজেপির পরিস্থিতি কিছুটা হলেও দোলাচলে রয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!