কুনাল-ঋতব্রতর হাত ধরে নতুন সমীকরণ বঙ্গ রাজনীতিতে, বিষয়টি নিয়ে জল্পনা চরমে রাজ্য May 2, 2018 কুনাল-ঋতব্রতর হাত ধরে কি নতুন সমীকরণ হতে চলেছে বঙ্গ রাজনীতিতে, বিষয়টি নিয়ে কিন্তু জল্পনা চরমে। কুনাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অমিতাভ মজুমদার নতুন দল গড়তে চলেছেন, এমনই গুঞ্জন ছড়িয়েছে রাজ্য রাজনৈতিক মহলে। কুণালবাবু জানিয়েছেন তাঁরা একটি যৌথ সাংবাদিক বৈঠক ডাকতে চলেছেন। রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আচার আচরণ নিয়ে সিপিএমের অন্দরে বেশ কিছুদিন ধরেই ক্ষোভ সৃষ্টি হয়েছিল। এরপর সম্প্রতি দলের বিরুদ্ধে মুখ খোলায়, ও ব্যাক্তিগত কিছু কাজকর্মে অসন্তুষ্ট হয়ে,দলের ভাবমূর্তি নষ্ট কারবার দায়ে তাঁকে দল থেকে বহিস্কার করা হয়। এরপর তাঁর বিজেপি দলে নাম লেখানোর খবর ছড়ালেও রাজ্য সরকারের কাজকর্মকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক বার্তা দেওয়াতে তিনি তৃণমূলের দিকেই ঝুঁকেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এদিকে সারদা কাণ্ডে জর্জরিত হওয়ার পর তৃণমূলের সাথে দূরত্ব বাড়ে কুনাল ঘোষের। জেলে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের বিরুদ্ধে নানা কথা বললেও জেল থেকে বেরিয়ে তিনি দলের কাজকর্মের প্রশংসাও করেছে। এমনকি সম্প্রতি সংসদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাঁর ব্যক্তিগত আলাপচারিতাও হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে মুকুল রায় বিজেপিতে যোগদানের পর অমিতাভ মজুমদার মুকুল রায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্ৰীর কাছে চিঠি পাঠালে অমিতাভবাবুকে দলের সভাপতি পদ থেকে বহিস্কার করা হয়। এখন এই তিন জনের মিলিত সাংবাদিক বৈঠকে নতুন দল গড়ার বিষয়ে কি জানানো হয় তাইই দেখার। তবে এবিষয়ে কুণালবাবুকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টিতে আমল না দিয়ে জানিয়েছেন, “আমি এবিষয়ে একটা কথাও বলব না। তাহলে সাংবাদিক বৈঠকের গুরুত্ব থাকবে না।” কিন্তু জল্পনা ছড়িয়েছে যে তবে কি এই তিন বিক্ষব্ধ নেতা আলাদা করে নতুন দল খুলছেন ? আপনার মতামত জানান -