নাবালিকাকে ধর্ষণ-খুন কান্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলন তৃণমূলের শীর্ষ নেতা রাজ্য February 1, 2018 কয়েক দিন আগেই দার্জিলিং-এ নাবালিকা কে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে। পুলিশ তাকে গ্রেফতারও করে। ধৃত বিশ্বজিৎ সরকারের মা সুমতি সরকার নিজেকে শাসকদলের নেত্রী হিসাবে পরিচয় দেন কিন্তু আজ শিলিগুড়ি টাউন তৃণমূলের সভাপতি জয়দীপ নন্দী সাফ জানিয়ে দেন ,” সুমতি সরকার তৃণমূলের কেউ নন। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ কেউ তাকে তৃণমূলের নেত্রী বলে পরিচয় দিচ্ছে। ” স্থানীয় সুত্রে খবর যে সুমতিদেবী দীর্ঘ দিন নিজেকে তৃণমূলের নেত্রী বলে পরিচয় দেওয়ার সাথে সাথে তৃণমূলের নানা মিটিং মিছিলেও উপস্থিত থাকতেন। স্থানীয়দের অভিযোগ তিনি ওই এলকায় বেআইনি মদ বিক্রির মত নানা অসমাজিক কাজ করতেন। এই সকল কারনে স্থানীয়দের মনে ওই পরিবারের বিরুদ্ধ ক্ষোভ জেগেছিল। মুকুল রায়ের গলায় হঠাৎ শুভেন্দু অধিকারীর স্তুতি, বাড়ালেন জল্পনা বর্তমানে নাবালিকা ধর্ষণ ও খুন মামলায় বিশ্বজিৎ গ্রেফতার হলে স্থানীয়রা নিজেদের ক্ষোভ উগরে দেয়। এমন অবস্থায় তৃণমূলের তরফে ওই পরিবারের সাথে সম্পর্ক অস্বীকার করায় পরিস্থিতি ঘোলা হয়েছে। পুলিশের অভিযোগ , যে সুমতিদেবী পুলিশি তদন্তে সহযোগিতা করছেন না সাথে সাথে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে পুলিশকে বিভ্রান্ত করছেন এছাড়াও তিনি নাকি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টাও করেছেন। স্থানীয়দের মত যে এই অবস্থায় দলের সহযোগিতা না পাওয়ার ফলে পুলিশ সুমতিদেবীকে গ্রেফতার করবেন। দার্জিলিংয়ের তৃণমূল সভাপতি গৌতম দেব বলেন,” কে কোন দল করেন তা বিবেচ্য নয়। দোষীদের গ্রেফতার করা হবেই।” আপনার মতামত জানান -