এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভায় বিরোধীদের ‘বাগে’ আনতে নজিরবিহীন সিদ্ধান্ত নরেন্দ্র মোদী-অমিত শাহদের

লোকসভায় বিরোধীদের ‘বাগে’ আনতে নজিরবিহীন সিদ্ধান্ত নরেন্দ্র মোদী-অমিত শাহদের


শুক্রবার -র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন সংসদে বিরোধী দলগুলির অচলাবস্থা তৈরীর প্রতিবাদে আগামী ১২ এপ্রিল অনশনে বসবেন বিজেপি সাংসদরা। এদিন সংবাদিক সম্মেলনের আয়োজন করে সংসদবিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বললেন, “সংসদ অচল হওয়া নিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিজেপি-র শক্তি বাড়ার জন্যই কংগ্রেস-সহ বিরোধী দলগুলি নেতিবাচক রাজনীতি করছে।গণতন্ত্রের স্বার্থের কথা মাথায় রেখেই হইহট্টগোলের মধ্যেও দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বক্তব্য চালিয়ে যান।” উল্লেখ্য এই বছর সংসদের বাজেট পেশ অধিবেশন নজিরবিহীন মাত্রায় গন্ডগোল করার নিরিখে ২০০০ সালের পর শীর্ষ আসন লাভ করেছে। এদিন প্রধানমন্ত্রী বললেন,”বিরোধীদের কাছে কোনও ইস্যু নেই বলেই তারা সংসদে গোলমাল করছে।” প্রসঙ্গত উল্লেখ্য বাজেট অধিবেশনর দ্বিতীয়ার্ধে লোকসভায় ২৩ শতাংশ সময় এবং রাজ্যসভায় ২৮ শতাংশ সময় অধিবেশন চলেছে। এবং এক নাগাড়ে ২১ দিন সংসদ অচল থেকেছে।এই ঘটনার উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন ঘটনার প্রতিবাদ স্বরূপ বিজেপির সাংসদরা তাঁদের প্রাপ্য বেতন ও ভাতা নেবেন না । পাশাপাশি বিজেপি সাংসদরা দেশের সর্বত্র একদিনের অনশনে বসবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!