এখন পড়ছেন
হোম > রাজ্য > নন্দীগ্রামে ভুলে যাওয়া অতীতের সন্ত্রাসকে মনে করাচ্ছে তৃণমূল

নন্দীগ্রামে ভুলে যাওয়া অতীতের সন্ত্রাসকে মনে করাচ্ছে তৃণমূল


নন্দীগ্রামে ভুলে যাওয়া অতীতের সন্ত্রাসকে মনে করাচ্ছে তৃণমূল দাবি বিজেপির।মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বার বার সন্ত্রাস চালানোর অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান ভূমি নান্দিগ্রামেও সেই একই ঘটনা ঘটলো বলে অভিযোগ বিজেপির। বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নন্দীগ্রামের রুক্মিনী গ্রামে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন বিজেপি প্রার্থী বুলি গুড়িয়া যিনি আটমাসের অন্তঃসত্ত্বা। অভিযোগ, গতরাতে তৃণমূল আশ্রিত ১০-১২ জনের একটি দল বুলিদেবীর বাড়িতে হামলা চালায় ও বাড়়ি ভাঙচুর করে। অন্তঃসত্ত্বা হলেও তাঁকে মারধর করা হয়। তাঁকে রেয়াপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এমনকি অন্তঃসত্ত্বা জানিয়ে হাতে পায়ে ধরে মিনতি করলেও ছাড়েনি। যদিও অস্বীকার করেছে তৃণমূল।নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে বুলিদেবীর পরিবার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই প্রসঙ্গেই এক বিজেপি নেতা বলেন যে ,নন্দীগ্রামে বামেদের আমলেও ঠিক এইভাবেই বিরোধীদের আটকানো হতো।সেই সময়েও মানুষ যে সন্ত্রাস দেখেছে এখনো সেই সন্ত্রাসী দেখছে। সন্ত্রাসের পরিমান বেশি তবু এতটুকুও কম নয়।নন্দীগ্রামে ভুলে যাওয়া অতীতের সন্ত্রাসকে মনে করাচ্ছে তৃণমূল। নেত্রী ভুলে যাচ্ছেন যে যেমন সেদিন বামেরা নেত্রীকে আটকে রাখতে পারেননি। ঠিক এখনো নেত্রী এইভাবে সন্ত্রাস করে বাংলাকে দখলে রাখতে পারবেন না। পরিবর্তনের পরিবর্তন হবেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!