নোটবাতিলে লাভ গৃহস্থের দাবী অর্থসমীক্ষার জাতীয় January 30, 2018 সম্প্রতি অর্থনৈতিক সমীক্ষায় উঠে এসেছে নানা তথ্য। তা থেকে অর্থ দপ্তরের সিদ্ধান্ত যে নোট বাতিলের ফলে একদিকে যেমন বেড়েছে করদাতার সংখ্যা তেমনি অন্যদিকে বেড়েছে গৃহস্তের সঞ্চয়। ২৯ জানুয়ারী থেকে শুরু হয়েছে ২০১৭-১৮ আর্থিক বর্ষের বাজেট অধিবেসন। তাই বাজেট পেশের আগে অর্থ সমীক্ষা থেকে সঞ্চয়ের যে পরিমাণ পাওয়া গেছে তা শীল্পে বিনিয়োগ করা হবে বলে জানানো হয়। প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যমের নেতৃত্বে করা এই অর্থ সমীক্ষার দাবি যে ২০১৬ নভেম্বর নোট বাতিল হওয়র পর থেকেই কর দাতাদের সংখ্যা নিয়মিত বাড়তে থাকে প্রতি মাসে ০.৮ শতাংশ অর্থাৎ বছরে ১০ শতাংশ নতুন কর দাতার নাম নথিভুক্ত হয়েছে। অর্থ দপ্তর জানান নোটবাতিল ও জিএসটির মূল উদ্দেশ্য ছিল বেশীরভাগ মানুষকে করের আওতা ভুক্তকরা । অর্থ দপ্তরের দেওয়া রিপোর্ট থেকে গত এক বছরে মোট করদাতার ৩ শতাংশ অর্থাৎ প্রায় ১৮ লক্ষ নতুন করদাতা নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। আয়কর দপ্তরের একটি রিপোর্ট থেকে জানা গেছে নোটবাতিলের পর থেকে প্রায় ১.০১ কোটি নতুন করদাতা নিজেদের আয়কর রিটার্ন জমা করেছেন আপনার মতামত জানান -