নির্দল ‘গোঁজদের’ মনোনয়ন প্রত্যাহারের হুমকিতে নাম জড়ালো পুলিশের রাজ্য April 29, 2018 আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র প্রতাহারের হুমকি দিয়ে জেলায় জেলায় রাজনীতি চলছে। এবার মালদহের মানিকচক থানার এক পুলিশ অফিসারের বিরুদ্ধে নির্দল প্রার্থীদের মনোননয়ন পত্র প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠলো। দুই নির্দল প্রার্থী এই কথা জানিয়ে এদিন ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের ১৪১ নম্বর আসনে নির্দল প্রার্থী হিসাবে মননোয়নপত্র পেশ করেছেন খালেদা খাতুন বিবি। অন্যদিকে, মানিকচক পঞ্চায়েত সমিতির ২৭ নম্বর আসনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করেছেন মহম্মদ ইসরাফিল। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এই দুই নির্দল প্রার্থী এদিন অভিযোগ করে বললেন গত ২৬ শে এপ্রিল রাতে তারা যখন গ্রামের মানুষদের নিয়ে বৈঠক করছিলেন, সেই সময় মানিকচক থানার এক পুলিশ অফিসার ওই বৈঠকের মাঝে হাজির হন। পুলিশের গাড়ি গ্রামে ঢোকায় স্বভাবতই উত্তেজনা ছড়ায় গোটা গ্রামে। এইসময় তাদের প্রার্থী পদ প্রত্যাহার করতে হবে জানায় ভিলেজ পুলিশ। কথার অবাধ্য হলে পুলিশ তাঁদের তুলে নিয়ে যাবে। এরফলে কার্যতই ভীত হয়ে পড়ে ঐ দুই নির্দল প্রার্থী। পরের দিন অর্থাৎ ২৭ শে এপ্রিল দুপুরে গ্রামবাসীদের সহায়তায় তাঁরা মানিকচক ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানায়। ঐদিন সন্ধ্যায় তাঁরা জেলা শাসককেও একই অভিযোগ জানায়। অবশ্য জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ এদিন প্রকাশ্যেই জানালেন, ”এই হুমকির অভিযোগ একেবারেই ভিত্তিহীন।” আপনার মতামত জানান -