এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত মিটলেই রাজ্য সরকারের বিরুদ্ধে বড়সড় আন্দোলনে কলেজ কর্মীরা

পঞ্চায়েত মিটলেই রাজ্য সরকারের বিরুদ্ধে বড়সড় আন্দোলনে কলেজ কর্মীরা

মাত্র কদিনের মধ্যেই রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কথা চিন্তা করে নতুন কোনো বিরোধ বাঁধাতে একপ্রকার অনিচ্ছুক রাজ্যের কলেজ অস্থায়ী কর্মচারী সমিতি। তবে নির্বাচন পর্ব সমাপ্ত হলে তাঁরা লাগাতার ভাবে বৃহত্তর আন্দোলন করবেন বলে আগাম সতর্ক বার্তা জানিয়ে রাখলো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সোমবার কোচবিহার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেন সংগঠনের রাজ্য সভাপতি মেহেবুব ইলাহি আলি। তিনি বললেন, ” রাজ্যের কলেজগুলির অস্থায়ী কর্মীরা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলেছেন। মাসে ২-৭ হাজার টাকা পর্যন্ত বেতন তাঁদের জন্য ধার্য। তাঁদের কাজের গুরুত্ব কিন্তু কোনও অংশে কম নয়। অথচ তাঁদের স্থায়ীকরণ বা বেতনবৃদ্ধি নিয়ে সরকারের কোনও চিন্তা নেই। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরে বিষয়টি জানানো হয়েছে। তবে সেখান থেকে কোনও সদুত্তরই আসেনি। খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা দিন কাটাই। অনেকেই ১০-১৫ বছর ধরে কাজ করছেন। অথচ প্রাপ্যটুকু তাঁরা পাচ্ছেন না। বহুদিন ধরে আবেদন করেছি। কিন্তু কোনও কাজ হয়নি। তাই এবার দাবি আদায় করতে অনশনে বসব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!