এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে নতুন ‘ফর্মুলা’ বিরোধীদের

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে নতুন ‘ফর্মুলা’ বিরোধীদের


পঞ্চায়েত ভোটের আগে মনোনয়ন পত্র জমা দেওয়ার বিষয় নিয়ে হাওড়ায় জেলা শাসকের অফিসে সংঘটিত হলো সর্বদলীয় বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস- এর প্রতিনিধিগণ এবং জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই বৈঠকে বিজেপির গ্রামীণ পর্যবেক্ষক দেবাঞ্জল চট্টোপাধ্যায় দাবি পূর্বক বলেন, ”শাসকদল বহু জায়গায় মনোনয়ন জমা দিতে বাধা দিতে পারে। তাই কোথাও কোনও প্রার্থী মনোনয়ন জমা দিতে বাধা পেলে জেলাশাসক বা মহকুমা শাসকের কাছে মনোনয়ন জমা দেওয়ার আবেদন জানিয়েছি। এসসি, এসটি, ওবিসি প্রার্থীদের সার্টিফিকেট কতদিনের মধ্যে দেওয়া হবে তা জানতে চেয়েছি।” এদিন তৃণমূল নেতা পুলক রায় জানান, ”পঞ্চায়েত নির্বাচনের আগে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনার জন্য জেলাশাসক সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা হয়েছে।” প্রশাসনের তরফ থেকে সুস্থভাবে নির্বাচন পরিচালনার পদক্ষেপ গ্রহণ করার কথা জানানো হয়েছে বলে খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!