এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিধানসভার আগে বিজেপির সঙ্গে ‘সখ্যতা’ বাড়ছে পুলিশের! ক্ষোভে ফুঁসছেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক!

বিধানসভার আগে বিজেপির সঙ্গে ‘সখ্যতা’ বাড়ছে পুলিশের! ক্ষোভে ফুঁসছেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –কথায় আছে, কোন দল ক্ষমতা দখল করবে, তা সব থেকে আগে বোঝে পুলিশ প্রশাসন। আর তাই পরিবর্তনের আগে রীতিমত ঝোপ বুঝে তারা সেই নির্দিষ্ট রাজনৈতিক দলের কথা মত কাজ করতে শুরু করে দেয়। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বিভিন্ন সময় বিরোধীরা অভিযোগ করেছে যে, পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়ে গেছে। কিন্তু এবার সামনের 2021 এর বিধানসভা নির্বাচনের আগে দিনহাটায় পুলিশের সঙ্গে বিজেপির সখ্যতার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।

রাজ্যের পুলিশ প্রশাসন এখন তৃণমূলের। কিন্তু তা সত্ত্বেও যেভাবে বিজেপির সঙ্গে সেই পুলিশের সখ্যতার অভিযোগ তুললেন দিনহাটার তৃণমূল বিধায়ক, তাতে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, বেশ কয়েক বছর আগে দিনহাটার একটি খুনের ঘটনায় অভিযুক্ত এক পরিচারিকাকে রায়গঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনারই একটি খবর নিয়ে সম্প্রতি ফেসবুকে পোস্ট করেন তৃণমূল বিধায়কের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী বিশু ধর।

সেখানে তিনি দিনহাটার পুলিশের প্রশংসা করেন। আর সেকথা তুলে ধরেই দিনহাটা পুলিশের বিরুদ্ধে সরব হয়ে বিজেপি যোগের কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানাতে দেখা যায় উদয়ন গুহকে। ফেসবুক পোস্টে তৃনমূল বিধায়ক লেখেন, “বন্ধু বিশুর কাছে কিছু প্রশ্ন তুলে ধরছি। আশা করছি উত্তর পাব। ও কি মনে করে ওই মহিলা বা তার কোনো আত্মীয় বিজেপি কর্মকর্তা হলে দিনহাটা থানা এত তৎপরতা দেখাত কি?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই যদি হবে, ভেটাগুড়িতে পুলিশের গাড়িতে যারা বোমা ছুড়েছিল, তারা কেউ কেন গ্রেফতার হল না? দিনহাটা থানায় যারা পাথর ছুড়েছিল, সিসিটিভি ক্যামেরার ফুটেজে সেই ছবি থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কাউকে ধরা গেল না কেন?” অর্থাৎ উদয়ন গুহ তৃণমূল বিধায়ক হয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলে তার দলের পরিচালিত সরকারের দিকেই প্রশ্ন তুলে দিলেন বলে মনে করছে সমালোচক মহল।

তাহলে কি উদয়নবাবু বুঝতে পেরেছেন যে, সামনের দিন ভয়ঙ্কর! পুলিশ প্রশাসন এবার নিরপেক্ষভাবে কাজ করছে! আর তাই তিনি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে তারা বিজেপির পক্ষে কাজ করছে বলে দাবি করলেন? এদিন এই প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “উদয়নবাবুর পোস্টে স্পষ্ট, মুখ্যমন্ত্রীর কথায় পুলিশ চলছে না। অথবা এসপিদের কথাতে থানা চলছে না। চলছে বিজেপি নেতাদের কথায়। অর্থাৎ এটা স্পষ্ট, তৃণমূল 2021 সালে বিধানসভা নির্বাচনের আগেই ময়দান ছেড়ে দিচ্ছে‌। আর তাই হতাশা থেকে এই সমস্ত পোস্ট করছেন।”

যদিও বা এই ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দিনহাটার তৃণমূল বিধায়ক যেভাবে পুলিশ প্রশাসনের সঙ্গে বিজেপি যোগের অভিযোগ করলেন, তাতে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যজুড়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!