এখন পড়ছেন
হোম > রাজ্য > রানিগঞ্জ কাণ্ডে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল রাজ্য বিজেপি

রানিগঞ্জ কাণ্ডে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল রাজ্য বিজেপি


সোমবার , রামনবমী উপলক্ষ্যে পশ্চিম বর্ধমানের রাণীগঞ্জ – আসানসোলের দুই পক্ষের মধ্যে হিংসা ও হানাহানি ঘটা , ঘটনাস্থল ঘুরে দেখতে গেলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। ঐ ঘটনায় গুরুতর আহত পুলিশ আধিকারিক অরিন্দম দত্ত চৌধুরীকে প্রথমে দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে উন্নত মানের চিকিৎসার প্রয়োজনে কোয়েম্বাটুর স্থানাতরিত করা হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নিজের বক্তব্যে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বললেন রামনবমীর দিন রাণীগঞ্জের হিংসার ঘটনা রাজ্য সরকারের চাপে পুলিশ প্রশাসন ঘটনার সত্যতা জনগনের সামনে তুলে ধরতে পারছেনা। এদিন বিজেপির এই নেতা মিশন হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন। চিকিৎসকদের সাথে কথা বলে তিনি আহত পুলিশ আধিকারিকের ক্ষতের ধরণ সম্পর্কে সম্যক ধারণা করেন। হাসপাতাল সূত্রের খবর , অরিন্দম বাবুর হাতের আঘাত বেশ ভয়ঙ্কর ছিল। বোমায় প্রায় উড়েই গিয়েছিল হাতটা। কলকাতার পিজি হাসপাতালের চিকিৎসক ড. শান্তনু দত্ত ও আর জি করের চিকিৎসক ড. আরএন ভট্টাচার্য তাঁর চিকিৎসার জন্য কলকাতা থেকে যান। এত কিছুর পর বিজেপির শিবিরের প্রশ্ন চিকিৎসা যখন সবরকম ভাবেই উন্নত উপায়ে যথাযথ ভাবে হচ্ছিলো তখন আহত অরিন্দম বাবু কে হঠাৎ করে কেন কোয়েম্বাটুর নিয়ে যাওয়া হল। নিশ্চয়ই এর পিছনে রাজ্য সরকারের কোনো গোপণ অভিসন্ধি লুকিয়ে আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!